একটা ডুবন্ত গাছের শট নিল বস মোস্তফা সরয়ার ফারুকী।
এই ফিল্মে আমি "বিহাইন্ড দ্য সিন" বা "মেকিং অব ফিল্ম" এর কাজ করতেছি। এরপর ওখান থেকে ছুটতে হল অন্যদিকে।
ফিল্মের গানগুলা মোটামুটি রেডি, কোন কোনটার কাজ চলছে। গান করতেছে হাবিব ফিচারিং ন্যান্সি, তাহসান ফিচারিং মিথিলা,সায়ান ফিচারিং অর্ণব, ফুয়াদ ফিচারিং আনিলা এবং তপু।
এই প্রথম মারজুক রাসেল হাবিবের জন্য গান লিখলেন। এবং হাবিব প্রথম গজল ঘরানার কোন গান করলেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৫০