দেখতে দেখতে সামহোয়ার ব্লগে এক বছরের কিছু অধিকাল এবং শততম পোষ্টের মাইফলক স্পর্শ করেছি। সামহোয়ার ব্লগের বয়সকাল হিসাব করলে সে হিসাবে আমি শিশু পর্যায়ে আছি। শততম পোষ্টের শুভক্ষনে সামহয়ার কতৃপক্ষ, সকল ব্লগার, পাঠক সহ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সামুতে স্বল্প পথ চলার সময়ে যারা সব সময় পাশে থেকেছেন তারা হলেন, গুণগ্রাহী সন্মানিত ব্লগারবৃন্দ এবং শ্রদ্ধেয় মডারেশন কর্তৃপক্ষ। যাদের অকৃত্রিম ভালাবাসা, উৎসাহ এবং অনুপ্রেরণায় আমি প্রচণ্ড প্রতিকূল মুহূর্তে পার করার পর সামু পরিবারে থাকতে উৎসাহ পেয়েছি। এবং জীবনের চরম বাস্তবতা, অভিজ্ঞতা, হাসি-কান্না এবং অনুভূতিগুলোকে এখানে অবলীলায় শেয়ার করতে পেরেছি।
ব্লগে আসলে প্রায়ই চোখে পড়ত অমুকের শততম পোষ্ট, অমুকের ১০ বছর পূর্তি ইত্যাদি ইত্যাদি। যা আমার কাছে খুব ভালো লাগত এবং অনুপ্রেরণা পেতাম। চরম সত্য কথা হলো, এই এক বছর তিন সপ্তাহে অনেক কিছু দেখেছি। অনেকে সফল ব্লগার হিসাবে শুরু থেকে বর্তমান সময়পর্যন্ত টিকে আছেন। কেউ কেউ সেলিব্রেটি হয়ে গেছেন, কেউ চেষ্টা করে যাচ্ছেন। আবার অনেকে অনিয়মিত বা একে বারেই হারিয়ে গেছেন। অনেকে মান-অভিমান করে বসে আছেন। যারা অনিয়মিত এবং মান অভিমান করে বসে আছেন তাদের প্রতি আশা রাখছি, তারা খুব শ্রীগ্রই ফিরে আসবেন।
এ অল্প ক’দিন চলার পথে অনেক গুণী এবং সম্মানিত ব্লগার ভাই/বোনকে আপন করে পেয়েছি, কয়েকজন শ্রদ্ধাভাজন ব্লগারের সাথে মতভিন্নতার কারণে তর্কাতর্কিও(মন্তব্য ও প্রতিমন্তব্য) হয়েছে। এ সময়ে যাদের আপন করে পেয়েছি, তাদের লিষ্ট অনেক লম্বা, কারো সাথে ইতি মধ্যে ব্যক্তিগত সম্পর্ক হয়েছে। কারো কারো সাথে ফেবু সহ অন্যান্য মিডিয়াতে চিনা জানা আছে। এযেন এক বিশাল পাওয়া।
আমার পরিসংখ্যান।
আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কোন কারণে, অথবা জ্ঞাত অজ্ঞাত হিসাবে আমার কোন কথায়, মন্তব্যে-প্রতিমন্তব্যে কিংবা লিখায় কেউ কখনও কোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন।
আশা করি, সামনের দিনে পথ চলা শুভ হবে।
পরিশেষে মডারশন প্যানেলের প্রতি অনুরোধ, আমি দীর্ঘ দিন যাবৎ কমেন্ট ব্যান এ আছি, দয়া করে কমেন্ট ব্যান থেকে মুক্ত করে সবার পাশে থাকার সুযোগ দিবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১