ছোট কালে বাবার বালিশের কাছে যে জিনিসটি পড়ে থাকত সেটি হলো.........।
মা’কে সন্ধ্যার পর এই জিনিসটি নিয়ে সব সময় দৌড়যাপ করতে দেখতাম। আযানের আগে তাকে যেভাবেই হউক জ্বালাতে হবে। না হলে যে অমঙ্গল হবে।
বৃদ্ধ দাদুর ঘরে যে জিনিষটি পিন্ পিন্ করে জ্বলত .......
সেই ১৯০০ শতকে এডিসন আবিস্কার করার পর জ্বলেই চলছে..। হয়ত কিছু দিন পর ক্ষ্যান্ত দিতে হতে পারে।
আগে প্রতি ঘরে ঘরে থাকলেও এখন নেই। এখন ময়লার স্তুপে দেখা যেতে পারে।
কিছু দিন পর তারও অবসর নিতে হবে।
এই মশাল একাত্তরে জ্বলছে, নব্বইয়ে জ্বলছে, গণজাগরণ মঞ্চে জ্বলছে। হয়ত কিছু দিনপর ভোটের অধিকারের জন্য জ্বলতে পারে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪