সেদিন এই প্রসঙ্গ উঠতেই কে একজন বলল, আর্মেনিয়ান চার্চ আর রোজ গার্ডেন দেখে আসতে বলল। জানি দুটোই পুরনো ঢাকায়, কিন্তু জানিনা ঠিক কোথায়...কায় কি লোকেশনটা জানেন? ঢাকা ক্যান্টন্মেন্ট থেকে কোন পথে সোজা হয়?
আর কি কি আছে ঢাকা শহরে যা দেখা উচিত ছিল বা দেখলে ভাল লাগবে?
এই স্থানগুলো ছাড়াঃ সংসদ, জাদুঘর, চিড়িয়াখানা, লালবাগ, আহসান মঞ্জিল ছাড়া।
সাজেস্ট করুন, কৃতজ্ঞ থাকব
