রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে! (হঠাৎ দেখা)...রবীন্দ্রনাথ ঠাকুর। মৈত্রেয়ী পাঠ করছিল। প্রচন্ড ভাল লাগছে আজকের 'আজ সকালের আমন্ত্রণে'... রিনি, মল্লিকা, মৈত্রেয়ী একসাথে। টিভি অন করতেই মনে হচ্ছিল, এতো এক পরম পাওয়া!
অসম্ভব ভালো সব পাঠ হচ্ছে। গান ও হচ্ছে মাঝেমাঝে। সৌভাগ্য আমার আজ কাজে যেতে হয়নি, শুভ দশমী আজ। পাঠে...কথায় বা গানে হারিয়ে যাচ্ছিলাম বার বার, দূরে, বহু দূরে... মিশ্র স্মৃতি..ফেলে আসা দিনের, হরিয়ে যাওয়া মানুষের, অথবা জীবনে বিদ্যমান থেকেও সেভাবে না থাকা মানুষদের।
আসলে কি জানো... প্রত্যেকটা পাওয়া, প্রতেকটা না পাওয়া, প্রত্যেকটা ভাললাগা, কি মন্দ লাগা, প্রত্যেকটা সুখ, কিংবা অসুখ, প্রতেকটা অপেক্ষা... এ সবই কিন্তু জীবনের সেলিব্রেশন। আমি ধন্য যে মানুষ হয়ে জন্মেছি। গবির্ত যে আমি অনুভব করতে পারি এই জীবনের প্রতিটি মুহুর্ত।
যত যাই বলো না কেন, বেঁচে থাকাটা কিন্তু আসলেই এক আশীর্বাদ। সাথে এটা জানাও জরুরী, শুধু শ্বাস নিলেই বাঁচা হয়ে যায় না... আকাংক্ষা বা উপলব্ধিটা খুব প্রয়োজন।

আলোচিত ব্লগ
=এক ঝাঁক শূন্যতা=
আপনজনেরা অপেক্ষার প্রহর গুনে
কার্ডিয়াক হাসপাতালের চেয়ারে বসে,
সব থেকেও যেন কী নেই
এক ঝাঁক শূন্যতা বুকে মানুষগুলো কী উদাস।
কেউ বা সিসিইউতে, কেউ আইসিইউয়ে
হাতে গাঁথা সেলাইনের মালা,
সাদা চাদর গায়ে শুয়ে অপেক্ষায় অনন্ত... ...বাকিটুকু পড়ুন
চৈত্র সংক্রান্তি থেকে পহেলা বৈশাখ বহমান আনন্দধারা।
চৈত্র মাসের বাতাসে যে সুগন্ধা হওয়ার দোলন সে ব্যাপারটার প্রশান্তি অনন্য! মাঝ দুপুরের তপ্ততা, নুয়ে আসা বিকেলে আচমকা দুরন্ত দুষ্ট ঝড়, অথবা সন্ধ্যার আজানের ঘরে ফেরার ব্যস্ত ধ্বনি।... ...বাকিটুকু পড়ুন
গাজা, ওসামা, পাকিস্তান, নাজি : বাংলাদেশে মাল্টিভার্স পতাকা বিপ্লব !
গত একসপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় বয়ে গেছে। কিন্তু এই প্রতিবাদের মিছিলে এমন সব পতাকা, সিম্বল ও ছবি হাতে প্রতিবাদীরা মিছিল করেছে... ...বাকিটুকু পড়ুন
ছায়ার মুখ
ষড়ঋপু: হিংসা পর্ব
খুলনার আকাশে তখন সন্ধ্যার ছায়া নামে। রূপসা নদীর তীরে বসে থাকা আর্য অনিরুদ্ধের চোখে এক অদ্ভুত ধরণির হাহাকার। সে স্থির, অথচ ভিতরে উথালপাথাল এক দ্বন্দ্বের... ...বাকিটুকু পড়ুন