পাল রাজাদের বিজয় স্তম্ভের উর্ধ্ব গ্রীবা গর্বে
নিষাদ ভাষার মতো একটি সুরভী মোমবাতি - সম্ভাকার
গত রাতে সারা রাত মাথা তুলে জেগেছিলো
কাঠের ঘরের আলো আধাঁরির
সুপ্রাচীন কর্মফলে - নির্জন রহস্যে ;
রহস্যের রোমাঞ্চ ভাষায় আরো কেউ যেন জেগেছিলো।
প্রজাপতি স্বভাবের সময়ের শিখা
অনিবার্য যেন এক অগ্নিকলা -
সেই দাহ্য প্রকৃতির কাছে নিজেকে আপন মনে
খুলে দিতে দিতে আলুথালু লোকজ জীবন
কতটুকু ধরে রেখেছিলো
মোম যথা আপন সত্তার গাঁথা ?
সেই আদিম আকারে
এতো এতো আল্পাইন সমারোহে?
বাষ্পরুদ্ধ অস্তিত্ব সংকটে - চেয়ে দেখি অনিমেষ
অঙ্গারিকা মোমের সুবাসে ভাসে স্বপ্নাচ্ছন্ন রেশ।
অবশিষ্ট ভস্ম শুকে দেখি তবু
দেখি হাওয়ায় হাওয়ায় অন্য এক নতুনের দেশ -
বিশ্বময় বাতাবীর বাসে সবুজ ভাষার দূরদৃশ্য:
মনোযোগ বিন্দুভূত - অবিরত শুনি -
পৌরানিক শব্দাবলী উৎসারিত অনাগত সময়ের ধ্বণি;
রহস্যের সেই ভাষার ভেতরে আরো কেউ যেন কথা বলে!
জন্মান্তর কিংবা রূপান্তর - তার চোখের মণিতে
মুগ্ধ মন নিজ প্রতিচ্ছবি দেখি,
সাগর পারের ঝাউবন থেকে পায়ে পায়ে এসে
সাগরের নীল ঢেউজলে নেমে
পেছনের ঝাউ পটভূমি দেখি ।
দেখি ইঙ্গ বঙ্গ সমতটে আঁকা আমাদের ছবি
ভিন্ন পাটাতনে শ্রান্ত গাঙচিল - বন্ধ তার ডানা -
হতবাক আমি ইতিহাসে কার যেন ঝরা পালক দেখি!
ঝাউবন থেকে চোখ ফিরিয়ে সাগরে
হেঁয়ালীর ভেতরে হেলায় চেয়ে দেখি
প্রত্যাবর্তনের শত প্রশ্ন চেয়ে আছে অভিমান,
তার সাথে প্রাণের গহীনে বেঁচে আছে ক্ষীণ আশা ।
নক্ষত্রের আলো ছুঁয়ে অভিবাসনের যাবতীয় পথ রেখা
আজই প্রথম বুঝলাম এরই নাম - জীবনের গান।