প্রিয়তম অপেক্ষা,
মধুরতর হও দীর্ঘতর নয়
পরিণয়ে পূর্ণতা লাভ যেন হয় দুটি প্রাণে;
কভু বিচ্ছেদের অনলে পুড়িও না এ হৃদয় ।
চাতক প্রাণে মরুর তৃষ্ণা লেগেছে যেন
মিলনের বাসনায় উন্মুখ সদা তাই দুটি মন
অপেক্ষার ডানায় চড়ে স্বপ্নে বিভোর প্রাণে
তাই আসে ঘোর লাগা ক্ষণ প্রেমের অনুরণন ।
সুতীব্র কামনা আজ সহস্র প্রজাপতি হয়ে উড়ে
কবিতায় কথা কয় , হয় মন বিনিময়।
সুপ্রিয় সময় হে ভাবনার আকাশে
এবার শেষ হোক তোমার অপেক্ষার পালা
এবার আসুক কাঙ্ক্ষিত মধুর মহেন্দ্র ক্ষণ
তোমার আমার অভিসারে পূর্ণ যেন হবে
প্রকৃতির কর্মযজ্ঞ, করিও তবে অর্ঘ্য দান
এই করে, মম এই বাহুডোরে এসো হে প্রিয়তমা
প্রেমের আলীঙ্গনে কোনো এক সুবর্ণ সময়।
ধৈর্য হারিয়োনা এই ল ও প্রেমের মোহরানা
নাও প্রিয়া নাও গো প্রতিদিন একটি করে
কবিতার মহড়ায় হৃদয় জেনে যায় হৃদয়ের বাসনা।
কবিতা লিখে লিখে হয় তাই যেন পরিণয়।
দাও কথা পাঠাও তব হৃদয়ের বার্তা
কথা দাও কথা নাও হৃদয়ের বিনিময়ে
অপেক্ষার ডানায় চড়ে হোক শুভ যাত্রা
ভালোবেসে প্রণয়ের স্বাক্ষ্য হয়ে
রয়ে যাক কয়েকটি অক্ষত কবিতা।
১. ১১ ই মে, ২০২৩ দুপুর ২:০৯ ০