এ যেন স্বপ্নের সেতু বন্ধন
অপার বাস্তবতায় দিলো ধরা
মরে গেছে কতো প্রাণ অতীতে সলিল সমাধি হয়ে
কতো . সময় হলো যে পার অযাচিত ফেরি পারাপারে
ক্ষণিকের ক্ষুদ্র জীবন থেকে।
অবশেষে হলো তার টেকসই সমাধান
দেখতেও যে মনোলোভা
সপ্তার্যের মতোই যেন পায় সে শোভা
উন্মত্ত সর্বনাশা পদ্মা নদীর বুকে
করি তাই গুণগান—
এভাবেই স্বপ্নরা দিক ধরা,
এভাবেই হোক বিরচন— স্বপ্নের সেতু বন্ধন;
বিভেদের দুই ধার, দুই তীর, সর্বনাশা উন্মত্ত নদীর।
দিনে দিনে আরও সমৃদ্ধ হয় যেন বাংলাদেশ
আর নয় অযাচিত দূর্ঘটনা কোন
আর নয় অযাচিত কাল ক্ষ্যাপন।
পদ্মা সেতু মঙ্গল বয়ে আনুক দেশের দশের সকলের তরে
অনন্ত কাল ধরে—
সতত, এই প্রার্থনা মনে।
আমাজন নদীর বছরে গড় পানিপ্রবাহ ৮.১ মিলিয়ন কিউসেক, সর্বোচ্চ ১২ মিলিয়ন কিউসেক। পদ্মা নদীর বছরে গড় পানিপ্রবাহ ১.২ মিলিয়ন কিউসেক, কিন্তু বর্ষাকালে প্রবাহ হয় ২৬ মিলিয়ন কিউসেক, যা আমাজন নদীর দ্বিগুণেরও বেশি। সেতু করার সময় গড় প্রবাহ ম্যাটার করে না, ডিজাইন করতে হয় সর্বোচ্চ প্রবাহকে মাথায় রেখে। সেই দিক বিবেচনায় পদ্মায় সেতু নির্মাণ আমাজনে সেতু নির্মাণের চেয়েও দুঃসাধ্য। সেই দুঃসাধ্য সাধন হলো। স্বপ্নের পদ্মাসেতু বহু ঘটনা তর্কবিতর্ক পার হয়ে শুভ উদ্ভোদন হলো। আশা করছি এই সেতু দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বাংলাদেশের কাঙিক্ষত সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করবে অনেকখানি । আর ধন্যবাদ এর স্বপ্নদ্রষ্টা আর স্বপ্নবাস্তবায়নের সফল কারিদরদের।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২২ সকাল ১১:৪৯