যাবো তো আমি তুমি যদি যাও
তুমি কী বুঝোনা কেন যাবো?
তোমার ঘ্রাণ সবার অগোচরে
নিয়ে নেবো প্রাণভরে অনুভূতির অতল গহ্বরে
জানি উছলিয়া উঠিবে খুশির প্লাবন ।
ভেসে যাবে সব ওগো ব্যর্থতা অনুভব
লজ্জা ভেঙে তুমি দেখবে চেয়ে অপার বিস্ময়ে
কে আমি হৃদয়ের কড়া নেড়ে
আর সব হেলায় তুচ্ছ করে হারিয়েছি পথ
তোমার ই ঠিকানায় যেন নিয়তি নিয়ে যায়
বারে বারে তুমি যেন নিয়তি তাই স্রষ্টার ইশারায়
যাবো তো যাবো তোমাকেই পাশে খুব করে চাবো পাবো কি না কে জানে দুচোখে রেখে চোখ
বলে দিতে সব - সব চোখ ফাঁকি দিয়ে
হয়তো খুঁজে পাবে অবাক পৃথিবী আমার এই দুচোখে , আকাশের ওপারে অনন্ত আকাশ
যেখানে ইচ্ছে পাখায় চড়ে উড়ে যায় মুক্ত বলাকা ; আমরা কী সেদিন ইচ্ছে পাখি হবো
সব দ্বিধা ঝেড়ে ফেলে নাকি মেঘে ঢাকা চাঁদ হবো আমি চাই তুমি আমি ভোরের রবি হয়ে
ফোটাবো গোলাপ শীতের কাননে ভালোবাসার কারণে।
যাবো তো যাবো তুমি যদি যাও
ভালোবাসার অনুমতি তুমি যদি দাও