কী নামে ডাকলে ফেরাতে পারবে না আর?
এই মায়াবী রাতে।
কোন পথে হাঁটলে তুমি হবে শুধু আমার?
আছে কী এমন কিছু এই অবণীতে?
কিছুই কী নাই!! কেন তবে বুঝনা এই প্রাণের আকুতি হায়।
অপ্রগলভ প্রেমে ওগো শুধুই তোমাকে যে চাই!
চাতক পাখি যেমন চায় বৃষ্টি জল
পথিক যেমন খুঁজে সে পথ; যেখানে আছে
কাঙ্ক্ষিত ঠিকানা ।
তুমি আমার কাছে ততটুকু কাম্য কী না?
ভেবে ভেবে বলো
তাতে আছে কী সংশয়? যদি না থাকে
তবে কেন এই ক্ষণিকালয়ে করো ক্ষণ অপচয়?
স্বপ্ন জাল বুনে এই অস্থায়ী জীবনে তুমিই যেন স্থায়ী আবাস এক, ভালোবেসে ধন্য করো তারে
তবে কেন তা এখনি নয়? এমন মায়াবী রাতে শাশ্বত প্রেমে চলো হই উদাসী বসন্ত বাতায়নে।