দূর্ঘটনা নয়
দূর্ঘটনা নয় —এইতো রীতি
এভাবেই হয় ;
এভাবেই ওঠে চাঁদ রাতের আকাশে
এভাবেই নদী মেশে সাগর জলে
এইতো নিয়তি; অমোঘ পরিণতি
দূর্ঘটনা নয় কোন প্রেম আছে থাকবে
প্রেমের মায়াজাল প্রহসন অথবা চোরাবালি নয়
যেখানে আটকে পড়ে হবে লয় ঘোর সংশয়ে;
এতো স্বতস্ফূর্ত আযোজন প্রকৃতির রক্ষা কবচ।
বুঝে নাও— এভাবেই সময়ের সাথে মিথোজীবিতায়
মানবের অগ্রযাত্রা যৌবনের অনুরাগে
প্রেমতো অমূলক নয়। নহে বিভীষিকা কোন
শুনো প্রেমতো প্রেরণা —প্রিয়তমার ফাটল থেকে
উৎসরিত অনুপ্রেরণার ঝর্ণাধারা যেন লেহন করে তারে
পৌঁছে যেতে হয় কাঙ্ক্ষিত ঠিকানায়
পুষ্পস্তবক দিয়ে প্রেম বরণ করে নিতে হয়
প্রেম নয় লজ্জা অযাচিত কন্টক শয্যা
প্রেম নয় পরাজয় ; এতে পরাজয় বিত্তের-বৈভবের
জাত- পাত- বর্নের —সকল অযাচিত বৈষম্যের
ভালোবাসা টিকে থাকে হয়না তা ফিকে ক্রমাগত অপেক্ষায়
মনে রেখো এই পথে সম্মুখে আছেগো সফলতা
ওগো ছিনিয়ে নিতে হবে তাকে
ছিনিয়ে নিতে হবে জয়; জয়মাল্য গলে
প্রেম যেন এক উন্নত শির; দূর্ঘটনা নয় কোন।
পেঁয়াজের কাসুন্দি
ঘরে পেঁয়াজ নেই — কেনা লাগবে তাই,
বউয়ের কথায় মগজে হিসেবের খাতা খুলি
পেঁয়াজের দাম তো আর বিশ টাকা নাই,
দাম তার গেছে বেড়ে অনেক;
দুশো টাকা কেজি প্রায়!!
ভেবে ভেবে মগজে ট্রাফিক জাম লাগে তাই,
আরো কিছু সদাই আছে—
কিনিতে হবে সবি হাজারের উপরে খরচা তাই ।
ভেবে ভেবে অবাক হই
পেঁয়াজের ঝাঁঝ কতো বেশি
কাটিতে গেলে কী চোখে জল ঝরে তাই?
না না আগেও তো ঝরিতো!
তবু কায়দা করে বলা যায়
সাধে কী আর কাঁদি
পাশে মোর প্রিয়তমা নাই— কাঁদি তাই
মনে মনে বলি ওগো মোর প্রিয়তমা, চ ল না পেঁয়াজ ছাড়া
সংসার চালাই।— না না থাক
পেঁয়াজ ছাড়া গতি নাই —কান্নার অভিনয়ে
পেঁয়াজ চাই—পেঁয়াজ কেটে চোখে জল ঝরলে পরে
তবেই কবিতা হবে—হবে প্রেম, প্রিয়তমা আসবে কাছে
পেয়াজেরও গুণ আছে যদি গায়ে নখ না লাগে তায়!!