কবিতা না লেখা একদিন
কেন যেন এখন আরও বেশি কবিতাময়
হয়ে ওঠে । তোমাকে ভালোবাসার ঐ একই পথ
তুমি চিনিয়েছিলে সে পথেই এই অন্তহীন ছুটে চলা
ভালোবাসা কবিতায় দৃঢ় প্রত্যয়ে
খরস্রোতা নদীর মতো ভেঙে চূড়ে সব বাঁধা।
ক্ষণিকের এই জীবনে ওগো কীসের এতো ভয়?
ভালোবাসাহীন পৃথিবী যেন এক ভিন্ন গ্রহ
যেখানে তুমি নেই।
যে পথে চলছি ছুটে বুকে লয়ে মানবতা
সেই পথে চলাতে নেই আমার কোন সংশয়।
জানিনা কোন জীবন কাম্য তোমার
সে কী আমি ন ই ! ভেবে ভেবে বলো যা তুমি বুঝতে
আজ কি তার হয়নি পরিবর্তন কোন
জানি গো আমি নদী ও নারী চলার পথে হয় পরিবর্তন নতুন কোন বাঁকে
তার হয় যেন বিবর্তন।
এখন কী হয় না মনে?
আমাদের দুজনের মিলনেই আছে সুখ বাকি টুকু ব্যথা ।
আমরা দুজন যেন তলোয়ার আর খাপ একসাথে সযতনে সুকেসে সাজিয়ে রাখার মতন।
কে বেশি সুন্দর তুমি নও আমি নই আমরা দু'জনে মিলে তবেই অতুলনীয়
তোমার আমার প্রেম তাইতো কবিতা হয় ।