কতোজন গেছেন চলে!!
কতোজন গেছেন চলে..
পড়ে মিথ্যে সমালোচনার যাতাকলে
—ফিরে আসেনিকো আর।
শত অনুরোধে কবিতায় ডেকেও
পায়নি ফিরে —আমাদের মিলন মেলায়
হাসি খেলায় —গানে ।
কত সম্ভাবনার যে মৃত্যু হলো
মিথ্যে অপবাদে মাথা নীঁচু করে
মৃত্যু পরোয়ানা সামাজিক অবমাননা..
আমি ৫২ দেখিনি দেখিনি ভাষা আন্দোলন
এবার দেখলাম তার কিছু নমুনা
সবটুকু অভিমান ঝেরে ফেলে
প্রি য় ত মা, তোমার আহবানে সাড়া দিয়ে
আমিও ঘুরে দাড়ালাম — সুপ্রিয় সহযাত্রীসব সুদৃঢ় প্রত্যয়ে
মাতৃভাষা বাংলা চর্চা আমাদের মৌলিক অধিকার
সামহুয়ার ইন বাংলাব্লগ মুক্তির আন্দোলনে
তোমাদের অবদান— অসামান্য
মনের অজান্তেই তোমরা ইতিহাস হয়ে গেলে।
আটটি মাস ছোট্ট এ জীবন থেকে গত হলো
জানি কেউ তা ফিরিয়ে দিতে পারবে না আর
তবু বলি ওগো সুচিস্মিতা জীবনের সর্বশ্রেষ্ঠ সেই বন্দী অতীতে
অযাতিত শৃঙ্খল ভাঙার গান;
অধিকার আদায়ের আন্দোলনে— তোমার আমার শাশ্বত প্রেমে...
তোমরাই নব্য ভাষা সৈনিক অকুতভয়; অরুণোদয়ের অগ্নিসাক্ষি।
তোমাদের স্বাগত জানাই বন্দনা করি হে সাহসী বীর
প্রিয়তমা, জানোতো গোটা পৃথিবীটা বদলে দিতে পারি
প্রিয়তমা, দেখলেতো সুদৃঢ় প্রত্যয়ে
শুধু তোমায় পেলে... সুখের দোসর গড়ি
গর্ভধারিনি মা
আমার গর্ভধারিনি মা—
জানি ত্রিভূবনে তার নেই যে— তুলনা,
মহান স্রষ্টাকে দেখিনি আমি—দুঃখ নেই
দেখিছিতো তাকে — মায়ার এক অথৈ সাগর;
আমার গর্ভধারিনি মাকে।
আমার বিষয় সামনে এলে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে
ন্যায় অন্যায় সে দেখেনা তার বিবেচনায়
—সবি যেন আমার অধিকারে।
এতো ভালো কে বাসিতে পারে?
সন্তানের বেহেশত তাই তারি অধিকারে ।
স্র ষ্টাই বলেছেন যেন তারে
—যথাযথ সম্মান দিতে পারি,
স্র ষ্টার কাছে করি প্রার্থনা, ওগো মহান
জননীর সব অধিকার পূরণ না করা অবধি
—আমার মৃত্যু দিও না।