এই রাতে তুমিও আছো সাথে
হয়তো দূরে তবু তো আছো হৃদয় জুড়ে,
পূর্ণিমার চাঁদ যেমন করে
জোয়ার তোলে পৃথিবীর বুকে;
তুমিও তোল মনেরই অজান্তে,
ভাবতেই হৃদয়টা ভরে ওঠে উচ্ছাসে আবেগে।
কবিতা লেখার আমার এই ক্ষুদ্র প্রয়াস
শুধু তোমাকেই স্মরণ করিয়ে দিতে,
পরম আদরে কাছে টেনে নিতে।
আমি যেন অপার প্রশান্তি করি লাভ
ভালোবাসি শুধু তোমায় __ বলে দিতে!
তুমি আমার রক্ত গোলাপ; টকটকে লাল টিপ ললাটে
এই হৃদয়টা ব্যাকুল হায় তোমায় কাছে টেনে নিতে
এই লও প্রাণের অর্ঘ্য মোর করিতেছি নিবেদন
আজিকে মধ্যরাতে; ঘোর লাগা মায়াবী রাতে। মাঝরাতের কবিতা এমনি হয়-
আবারও বলে দিই ভালোবাসি ভালোবাসি
শুধুই তোমাকে; তুমি ছাড়া যেন আর কেহ নয় কিছু নয়
এই বসুন্ধরাতে ; আজিকে মধ্যরাতে হৃদয়ের কথা
বলিতে ব্যাকুল তাই জানিয়ে দিলাম এই কবিতা লিখে।