প্রেম এমনই হয়——যেন এক সুদৃঢ় প্রত্যয়
রৌদ্র বৃষ্টি ঝড়ে; তাতে কী আর মরিচা পড়ে?
জীবন যেন এক— খরস্রোতা নদী
ভাঙা গড়ার বিরামহীন কারিগর
মনে রেখো নদী ও সময়ের মতো—অমোঘ প্রেম হারায় না গতি
মাঝপথে অথবা তীরে; তার অবিরাম চলার পথে নেই কোন ইতি
পরিস্থিতি— হোক যতই জটিল।
প্রেম তো পূর্ণিমা চাঁদ—রপোলি আলোর ঝিলিমিল সুন্দরের তৃষ্ণা নিবারণে
অথবা জোনাকির ক্ষীণ আলো শতবাঁধাতে তবুতো মিটিমিটি জ্বলে তিমির রাতে;
প্রিয়ংবদা ভালোবেসে থেমে যেতে নেই
আমাদের প্রেম যেন শুরু সেই প্রাগৈতিহাসিক— কাল থেকেই
বন্ধু অথবা প্রেমিক; সময়ের দাবীটা ষোলআনা বুঝে নিও ঠিক।
কী নেই?— দু’জনার মাঝে মিথোজীবিতায়—প্রেমে
তুমি আমি মিলে পরিপূর্ণ সত্ত্বা এক— জীবন চলার পথে
জীবননৌকা এমনই— প্রিয়ো,
যা কিছু পরে..
সময়ের যাঁতাকলে পড়ে..
তার আগে তো তোমার-আমার অপ্রগলভ প্রেম,
অনুভূতির শেকড় ছড়িয়ে পদ্মা-মেঘনা-যমুনা সমতটে
যার ছিন্নপত্র— হয়না কোন; নেই কোন বিধানে
প্রিয়তমা, তুমি জানো আমি জানি
জানে ঐ পূর্ণিমাচাঁদ—বসন্তের মাতাল সমীরণ
সুদীর্ঘ নির্ঘুম শব সব ...
ওরা আর কতটুকু জানে —এইখানে; হৃদয়ের মাঝখানে
হৃদপিণ্ডে-ধমনীতে- হৃদস্পন্দনে— স্মৃতির অনুরণনে শুধু তুমি
সুগভীর নিশ্বাসে প্রগাঢ় বিশ্বাসে
তুমি-আমি যে অপ্রতিরুদ্ধ সুনির্দিষ্ট গন্তব্যে;
পরোয়া নেই তাই— অযাচিত মন্তব্যে;
—তারা সবে দূরের তারা।
ভালোবেসেছি তোমায়— আরো ভালোবেসে যাবো
চন্দ্র-তারা স্বাক্ষ্য সবি; প্রত্যাশার ভোরের রবি;
সু-দীর্ঘ রাত; যতদিন সূর্য ওঠে পূবে— তুমি আমারি রবে
আমিও তোমারি আছি, তোমারি রবো—দু’জনে প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হবো
নক্ষত্রের আকাশে—
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫