দিতে পেরেছো? কতটুকু দিয়েছো?
সুখতো পেয়েছো ?
আরও দিও!—আবারো!! জানো তো বিসর্জনেই সুখ।
সবটুকু দিয়ে দিও; আর সময় হলে চেয়ে নিও
বলে দিও ‘‘ এবার দাও; দিয়েছিতো সব।
ওটুকু চাইতেই পারি!! আবারো নিয়ে নিও সব—
আহা! আমার যে তোমাকে দেয়াতেই সুখ।”
মনে রেখো —আর কাহারেও পরোয়া নয়
অনন্য উচ্চতায়—রাতের আঁধারে
হয়ে যাবে সব—মিথ্যে প্রবঞ্চণা প্রহসনে
সত্যের গা ঢেকে—উঠবে জেগে মিথ্যে অবয়ব।
বলে দিও “নিও স—ব; আমার যা আছে;
তুমি নেবে তো বিনিময় ছাড়া—এতেই যে আমার সুখানুভব ।”
উৎসর্গঃ সুপ্রিয় ব্লগার ও কবি বিদ্রোহী ভৃগু
ছবি নেট। এটিতে আমি মুগ্ধ না দিয়ে পারলাম না । এটি একটি প্রেমের কবিতা বিদ্রোহী ভৃগু জানেনা প্রেম ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২