এসো হে! ক বি তা
আবৃত্তি করি— সুষ্পষ্ট উচ্চা-রণে
শব্দে শব্দে বর্ণে বর্ণে ..
নাকে নাকফুল; সোনার দুল কর্ণে
তোমার—
আমি যেন কোমরের বিছা—
সারাক্ষণ লেপ্টে থাকা রক্ষণ ব্যুহ
ভেবো না —
কেটে যাবে অমানিশা—
দূর হতাশার প্রহর দূরে ঠেলে; প্রণয়ের মন্ত্রযপে
গোধূলির আলোয় দেবো সপে —অনন্ত প্রেম আমার
বিম্বিসার হবে দিশা—প্রগলভ অর্ঘ্য গলে..
হৃদয়ের দর্পনে; অমোঘ প্রেম অর্পনে
ভয় নেই—সংশয় নেই
প্রগাঢ় বিশ্বাসে আমাদের দু’জনার পথচলা;
আমাদের বিচ্ছেদ নেই বিরাম নেই— যেমন নদী-জল বর্ষা এলে
ভরাপূর্ণিমা-জোয়ার প্রকৃতির অমোঘ নিয়মে
ছকে বাঁধা —ভেবো না গোলক ধাধা
এ সো গো
কবিতা—
দু’চোখে-র তারায়—
নয়নের সমুখে—
আবৃত্তি করি সব—ভালোবাসা অনুভব;
অঙ্গে অঙ্গে তোমার—সুপ্রিয় বাংলা বর্ণমালায়
নামটি আমার— সোনার হরফে আছে লেখা ।
উৎসর্গঃ মুক্তিযুদ্ধা ব্লগার শ্রদ্ধেয় চাঁদগাজী
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩