ঈদের চাঁদ
তুই যে আমার ঈদের চাঁদ
এক টুকরো সুতোর মতো
থাকিস অনেক দূরে—
আনন্দের প্লাবণ আসে মনে
তুই আসলে আমার ঘরে।
দূরে থেকেই ডাকি তোরে
আয়না খুশির চাঁদ আমার শূন্য ঘরে—
তোকে দেখার সাধ আমার হৃদয় জুড়ে
চাতক পাখির মতো সকল দুঃখ হয় রে লাঘব
তোকে মনে করে—এই অন্তরে।
...পূর্ণিমার চাঁদে কলঙ্করেখা তোর মাঝে তা নাই
তুই যে আমার খাঁটিসোনা ——এতটুকু খাদ নাই।
সারা পৃথিবীর বিনিময়ে তোকেই শুধু চাই—
আমার এই শূণ্য বুকে।
ছলনাময়ীর সকল শোক যাবো ভুলে
বিরাণ এই বুকে— নিলেরে তুই ঠাঁই।
স্বার্থপর এই পৃথিবীতে তোর চেয়ে
অধিতরো কাছের আর কেহ এই হৃদয়ে নাই!!!
ভালোবাসার দাবী
সহস্র প্রেমিক—তোমার আছে
নিয়েছি তো মেনে—হৃদয়ের দামে
নিয়েছিগো—তোমারে আমার করে।
আমি কি অত সহজে বাসি ভালো
হৃদয়হারি না হলে?
তাই বলে তুমি কি বিলোবে প্রেম
জনে জনে—
আমিই বা কম কিসে?—
আমার তো ঢের আছে তা..
আমি তো বিকিয়ে দিইনা …
কাছে পেলেও নিই না টেনে—সব স্বর্গীয় উদ্যান
হুর পরী আমার করে......
জানিয়ে দেই অপারগতা কায়দা করে
রূপসিতো অগণিতো______ তাতে কি?
তুমি, কেবল আমারই একজনা,
আমি কি দিইনা কাঁপিয়ে বুকটা তোমার? প্রিয়তমা.....
এতো কিছু পারো!! পারো কী ভালোবাসতে!!!
ভালোবাসার কাছে নিজেকে শতভাগ উজার করে দিতে?
মেয়ে পারো না কেন? না পারিলে অগোচরে পারো তো দিতে
আগে দিতে যেমন করে; দিয়েই দেখো
ভালোবাসিলে মানুষ কী না পারে!!
আমি নই যন্ত্রমানব—বুঝিয়ে দিলাম বুঝে নিও
তোমার আকাশের ধ্রুবতারা এই আমি খুঁজে নিও
ভালোবাসার বিনিময়ে আমায় কেবল ভালোবাসাই দিও।
আর কিছু চাইনা তোমার কাছে———বলে দিও।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০