...
...
...
তুমি ভাবতে
খাওয়ার লোভে
ঝরছে লালা আমার জিভে
কি জানি কি ভেবে ___
একদিন হরেক রকম আয়োজনে
আকাশের ঠিকানায় আমায় করলে নিমন্ত্রণ;
সেদিন থেকেই পণ করেছি__ একদিন কবিতা লিখেই আকাশ ছুঁবো
তোমার ঠিকানায় পৌঁছে যাবো
ভালোবেসে তোমায় সেথা___ করবো জ্বালাতন।
এমনি করে___ গেলো কেটে বেলা...
বন্ধুর পথ___ দুর্গম পথ এই ললাটে
জু্টেছিলো মেলা।
শীত এলেই কাব্য করে শিশির জলে
তোমার ভিজিয়ে দিয়েছি গা;
অঘোর বর্ষায় কবিতার উপমায় বৃষ্টির নূপুর পায়ে
তুমি তা থৈ তা থৈ তা...
তুমি শরতের সাদা মেঘ___ সাদা কাশবন
ফাগুন এলে পুষ্পমঞ্জুরী তুমি__আমি ভ্রমরের গুঞ্জণ...
আমি শোক পাখিটা লুকিয়ে রাখি__ তোমার অগোচরে,
ভালোবাসার পরশ মেখে ডাকিগো তোমায় এই বাহুডোরে।
কবিতা,
বুকে আমার জুঁই চামেলি হাসে;
ব্যথার সাগর যাই ভুলে যাই
আর কিছু পাই বা না পাই
থাকলে তুমি পাশে।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:২০