কবিতা লিখিনি
তাই কী থেমে গেছে সব?
আমিহীনা নতুন দিন গানের পাখির মতোই করছে কলরব।
নববর্ষের নবযাত্রা এমন করেই হলো
অমিত সম্ভাবনার সব দিন আলোক ঝলোমলো
তোমার সময় এমন করেই কাটুক___আমার হয়ে অন্য কেহ
মধুর সুরে ডাকুক__ উপদ্রব করবো না আর কবিতা লিখে
তবু ভালো থাকুক ___ প্রিয়ংবদা রেশমী চাদর গায়ে।
এখনো শীতকাল বাসন্তী রঙে মেখে আসিতেছে ঋতুরাজ
তারি পদধ্বনি কান পেতে শুনি
কবিতা লিখিনি তাই কী থেমে গেছে সব?
প্রতিবাদ
ধর্ষিতার ছবি হাতে চাইছে কারা বিচার?
ধানে শিষে ভোট দেয়া নাকি মস্ত অবিচার!
চার সন্তানের জননী তাতে কি
তাদের কি আর আছে মা আর ভগিনি?
এদের সাফা্ইয়েই ডিশ চ্যানেল আর বিটিভি
তাদের পক্ষে রায় দিয়েছে যারা
এই ধর্ষণের পাপে সমান পাপী তারা
তাদের দ্বারা আরো যতো পাপ হবে
সকলপাপের সমান ভাগ তাদের ঘাড়ে বর্তাবে।
কবিতা লিখে এই অন্যায়ের করছি প্রতিবাদ
ভালো যদি না লাগে আমারই করো বিচার।
একাঙ্কিকা
পাশের ফ্ল্যাটও ফাঁকা
তাই বাসা আরো বড়ো হলো
বলিতে গেলে- দুই ফ্ল্যাটে এখন আছি আমি একা।
এমন একেলা রাতে
থাকলে তুমি সাথে___ খেলিতাম কানামাছি।
নিরবতা ভেঙে যেতো___ ভাঙা কাঁচেরই মতো
সারারাত কাটিয়ে দিতাম তোমার গল্প শুনে
অপার বাস্তবতায় ভালোবাসার স্বপ্নজাল বুনে ।
_____এমন শীতের রাতে কোমল শয্যায়।
কাজল পড়িয়ে দিতাম-তোমার ঐ ডাগর চোখে
মনে আছে বলেছিলে এক কাজল চোখের ইশারায়
তিন আঙুলে নিয়েছি তোলে_______ কলম
পানের পাতা জোড়া জোড়া আছো তুমি কেমন?
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১