তারাখসা
কেমন করে— হারিয়ে যাও!
তারাখসার মতো— ঝরে যাও!! এই হৃদয়ের আকাশ থেকে
খুব সহজে। —অত সহজে দাওনা তুমি ধরা,পাইনা তোমার সারা।
শুধু জানো অত সহজে নেই ওগো তোমার— নিস্তার
আমার কলমের কালিতে আছে মিশে— তোমার ভালোবাসা বিস্তর
তুমি সন্তর্পনে এসে —তাই আমারেই যাও ভালোবেসে।
চাতকপাখি
এক আকাশ জেদ নিয়ে
তুমি আমাকেই বলো— জেদি!
আমার উপর এক সাগর রাগ— ঢেলে
আমাকেই বলো অপরাধী!!
আমার মতো করে সেই— প্রাগৈতিহাসিক কাল থেকে
অপেক্ষার ডানায় ভর করে আর কেহ হয়নি চাতকপাখি।
জেদ নয় ভালোবাসা থেকেই আমি তোমায় কাছে ডাকি।
ব্রত
দুঃখ দিতে চাইনি তোমায়
চাইনিগো করিতে— বিব্রত;
আমি কেবলই চাতকের মতো
তোমাকেই করেছি— এই জীবনের ব্রত।
পরাজিতা
আজো তুমি খুঁজে খুঁজে হয়রান
পেলে কি তেমন করে?
জানি পাবে না আমার মতো— আর কাহারে!
এখানেই তুমি বারে বারে যাও —হেরে।
সাময়িকী তো নহে সমাধান, বিচ্ছেদের অনলে পুড়ে
ভস্ম হও তুমি তাতে, অতঃপর আমারেই মনে পড়ে।
ভালোবাসাতে —হতে নেই বিব্রত
ভাগ্যবতীর ললাটে তা জুটে
গ্রহণ করো তারে—সেই তো জীবনের পরম ব্রত।
৪৭ বছর পর
স্বাধীনতার ৪৭ বছর পর মহান ডিসেম্বরে
আমিতো দেখছিনা সমান অধিকার;
রাজনীতি চর্চার-
আপনারা কী দেখছেন?
আমাকে একটু কি বুঝিয়ে বলবেন?
এ কীসের স্বাধীনতা?
এ যেন আরেক পরাধীনতা!
তাই বলি মুক্ত করো স্বদেশ এবার
আমি বলছি মাটির কথা—
আমি বলছি মানুষের কথা—
বলছি ওরা কারা? নির্বিচারে যারা
করিতেছে মানুষের অধিকার হরণ আজো
মহান স্বাধীনতার ৪৭ বছর পরো!!
ভোটদান
যুদ্ধে যাবার কথা বলছি না,
আমি বলছিনা করিতে জীবন দান;
বলছি শুধু কথা— গনতন্ত্র চর্চার ।
ভোট দিন সকলে—
ভোটদান আমাদের নাগরিক অধিকার।।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭