আজ আমি ভাবছি অরিত্রীদের কথা
দু’চোখে যার ঘোর স্বপ্ন লাগারকথা—
খুশি আর আনন্দে সারা গৃহ যার— মাতিয়ে রাখার কথা
আজ শূন্য সেই ঘর!! বিরাণ হলো ঘর
শোকসন্তপ্ত মনে বলছি সেই খবর..
আজ ভাবছি কেমন করে তিলে তিলে
তার শৈশব পেরিয়ে কৈশরে পদার্পন
বাবা মায়ের মাথার ঘাম পায়ে ফেলে
কতো আদরে তারে বড়ো করার কথা
আজ ভাবছি —তার বাবা মায়ের মনে
— পাহাড়সম ব্যথা!
অরিত্রী মানে বাবার কাঁধে সন্তানের লাশ!
সন্তানহারা জননী; বেদানার অথৈ পাথার!!
ভাবিলে ডুকরে ডুকরে কাঁদে প্রাণ
ভাবছি তারি কথা—লিখছি তারি কথা
— শোকগাঁথা!!
আজ ভাবছি কতটুকু ভুল করেছিল সে!
আর কতটুকু মাশুল তার গুনতে হয়েছে
কতটুকু ভুলে মরতে হলো —ভাবছি সেই কথা
হয়তো নিজের অপমানে— অতটুকু পায়নি ব্যথা
যতটুকু লেগেছে প্রাণে তার- বাবা মায়ের অপমান
তারি পরিনামে আজিকের বিয়োগ ব্যথা।
ভাবছি সেই কথা!
শিক্ষকের কাছে এখন কী তবে শিক্ষার্থীরা সন্তান তুল্য নয়
আমার প্রাণে আজ লাগিতেছে ঘোর সংশয়
অরিত্রীরা কি তবে এখন বিপন্ন প্রজাতি!
ভাবছি তারি কথা।
শিশুরাতো ফুলের মতো নিষ্পাপ
অতটুকু ভুলে কি এখন আকাশ ভেঙে পরে?
ভাবছি সেই কথা...
অরিত্রী মরেনি তাকে হত্যা করা হয়েছে
অপমান সহিতে না পেরে সে বেছে নিয়েছে আত্নহনন
অরিত্রীরা এখন মোটেই নিরাপদ নয়
ভাবছি তারি কথা— অরিত্রী নয় আজ মরণ হয়েছে বিবেকের
মানবতার চরম বিপর্যয় ভাবছি তারি কথা—যে বিয়োগ ব্যথা সহিবার নয়
শোকগাঁথা যেন সেই কারবালা মরুর পরে,
অরিত্রীদের পাশে দাঁড়ান-অরিত্রীদের বাঁচান
আজ অরিত্রী অরিত্রী বলে কাঁদিতেছে ধরিত্রী
অরিত্রী! অরিত্রী!! তোমার প্রতি হয়েছে অবিচার!!!
অরিত্রী তুমি আজি ক্রন্দন রোল—আর্ত চিৎকার,
বেদনাহত মনে— উত্তরে হাওয়ায়—শিশির ভেজা ঘাসে-কুয়াশার চাদরে ঢাকা
—বাংলার আকাশে, ভাবছি সেই কথা!!
দোষী ব্যক্তিদের চাহিতেছি—দৃষ্টান্তমূলক বিচার- সুতীব্র নিনাদে।
আজ ভাবিতেছি অরিত্রীদের কথা—
দুঃখ ভারাক্রান্ত মনে করিতেছি নালিশ
বিচার চাই!!—বিচার চাই!!!
বিচারপতি করো তার বিচার...
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০