দিনগুলি যেন আমার তোমারি মত বদলায়!!!
এখনকার দিনগুলি-খুব বৈচিত্রময়
শীতের দিনেও এখানে বৃষ্টি হয়—
গ্রীষ্মের লু হাওয়া বহে শরতে!
বসন্তে নামে প্রখর খরতাপ..
আমার সোনার তরীর উত্থিত পাল,
তোমার তটিনীর জলে যেন সুদৃঢ়—এপিটাফ!!
ঈর্ষায় যড়ঋতু যেন খেই হারিয়েছে!
তোমার সজ্জ্বার অনুকরণে ব্যস্ত দিনগুলি;
যেন আর ছয় দিয়ে বিভাজ্য হতে রাজি নয়!!
ষড়ঋতুর সব বৈশিষ্ট্যের বিন্যাসে নিজের অভিলাষে
পছন্দের অংশটুকু নিয়ে দিনগুলি সজ্জিত হতে ব্যস্ত এখন—
শরতে শীতের আমেজ—
শীতে বর্ষার; গ্রীষ্মের লু হাওয়া তবে বহে
ফাল্গুনের দিনে; উদাসী হাওয়া যেন
ছড়িয়ে ছিটিয়ে আনমনে সবখানে—
ওগো প্রিয়তমা!
ঠিক যেন তোমার মতন বৈচিত্রময়।
কত রূপে !কত বিন্যাসে! সজ্জায়
বাস্তবে স্বপ্নে —আমার অস্থি মজ্জায়।
মনে রেখো আমিও বদলাই— কেবল তোমারি সাধনায়
তুমিও যেন ঠিক তাই—তাই যেন হয়...
দিনগুলি যেন আমার তোমারি মত বদলায়!!!
অন্বেষণ
নদীর মোহনা—নদীর মৃত্যু নয়
সাগর সঙ্গমে তার সুখ—
অন্যথা নয়; পাহাড়ি পথ— সমতল পথ
সুরঙ্গ খুঁড়ে খুঁড়ে তার পথ চলা
তটিনীর শান্তির নীড় সাগরের তীর
অনেক ক্লেশে তার ঠিকানা খুঁজে নিতে হয়।