অচেনা
এতো দিনেও চেনেনি সে আমায়
তার তরে বিলিয়ে প্রাণ- আছি বিয়োগ ব্যথায়।
আলোর দিশারি
তার বুদ্ধিমতো চলি
পড়লে সমস্যায়-দূরে সরে গেলে সে
পথ খুঁজে না পাই।
এসব কথা জানার পরও
সে কি থাকবে দূরে হায়!
এতোদিন গভীর মায়ায়
আগলে রাখার অর্থ -বুঝতে নাহি পাই;
এখন কেবল শূণ্য শূণ্য লাগে
তার স্মৃতিতে হৃদয় আমার ডুকরে ডুকরে কাঁদে।
প্রেরণা
সকল পাপের মাফ আছে-পরম করুণাময়
আল্লাহ তায়ালার কাছে-
তাই বলে
নিজেকে মস্ত পাপী ভেবে
পূণ্যি থেকে –দূরে থাকার মতো
নির্বুদ্ধিতা কি আর আছে?
বৃক্ষ
হিন্দু –মুসলমান
একবৃক্ষের দুইটি ফল
সোনার বাংলাতে—
আরো ফল আছে তাতে
ভিন্ন ভিন্ন স্বাদে
সেয়ানা পাগল
এক পাগলে প্রলাপ বকে
আরেক পাগল ভাবনায়-বাস্তবতা
বুঝেনা কেহ পাগলের আস্তানায়।
এরি মাঝে সেয়ানা পাগল ফন্দি আঁটে
নিজোস্বার্থটাকে কেমন করে বাগে
আনা যায়।
পাখির বাসা
একটি মা পাখি
আর একটি পাখিছানা-
দূরে থেকে থেকে
ডাকছে আমায় দারুন অনুরাগে,
কবে যে যাই কাছে।
পাখির ছানার ভীষণ মায়া চোখে
মা পাখিটার কপট রাগ মুখে;
জানি ভালোবাসার বসতভিটা
আছে তার কাছে।
অর্পণ
আমার প্রিয়ার মাথার একটি চুল
সোনা নয় রূপা নয় নয় কিছু তার তুল
তাঁর ভালোবাসার তরে—সপেছিনু আমারে
নহে ভুল নহে ভুল
থাকুক এড়িয়ে আমায়— সতত অবজ্ঞায়
তার কাছে আমার অনেক ঋণ আছে
সুযোগ পেলে শুধিয়ে দেবো
দারুন অনুরাগে—হিংসুটের দল
রেখেছে তারে দূরে— মিথ্যে প্রবঞ্চনায়
ভালোবাসার ঋণ শোধ হবে না জানি
হে বিধাতা!!
ধান্দাবাজের খপ্পর রেখে রক্ষা করো তারে
সে যে আমার ভালোবাসার ফুল
হৃদয়ের অর্ঘ্য মোর - সঁপেছিলাম শুধুই তাঁরে।
ছবি: নেট থেকে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮