এ হৃদয়ের ধরণীতে কেমন সুনামি বহে!
হৃদয়ের রানি- জানি সে তোমার কারণে
রাতের আঁধারও তাই সূর্যকে যেন আড়াল করে রাখে
- বুঝো কি তুমি ?
হৃদয়মালতী , এ হদয়ের আকুতি, প্রাণের মিনতি
হৃদকম্পন-অনুভূতি কিভাবে দেখাবো জানা নেই;
মানে না এ মন!লাগে যে কেমন!!
পাগল পাগল ক্ষণ-তুমি বিহনে ;
------------- —এ হৃদয়ের বাস শুধু তোমাতেই।
এ মরুভূমি হৃদয়ে তুমি যেন প্রশান্তির সুশীতল প্রস্রবণ !
তোমার ঐ অপরূপ অবয়বে
ঝিরিঝিরি হাওয়ায় ,তোমার এলোমেলো খোলা চুলে;
ঐ সুগভীর নয়ন যুগলে;
এ তৃষিত হৃদয়ের সুনিশ্চিৎ মরণ।
ভালবাসার দুনিয়ায় প্রাণের চেয়ে বেশি
এ পৃথিবীর চেয়ে বেশি-সবচেয়ে বেশি তারো বেশি
ভালবাসি-ভালবাসি-দিবানিশি তোমাকে।
সুনিয়তি, তুমি প্রিয়তম দ্বীপ হৃদয় সাগরে।
ফাগুনের আগুনে হৃদয়ের বনে সঙ্গোপনে
তুমি-শুধু-তুমি সুশীতল ঝরনাধারা- জানি;
প্রিয়তমা তোমাতে সূর্য উদয়
শুধু তোমাতেই ভরা পূর্ণিমা –নিত্য কাহিনী ।
-----------------------------
উৎসর্গ : প্রিয়তমা,
বিঃ দ্রঃ প্রিয়মতমার মন তুলোতুলো করতে কবিতা দারুন কার্যকর ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ১০:২৯