মেঘের ভেতরে মায়াবী আঁকাবাঁকা পথ—
শাদা শাদা মেঘদল পাহাড়ের পথে যেন এঁকেছে আলোর রথ।
বন্ধুর ঢাল বেয়ে প্রকৃতির রূপ যেন চুইয়ে পরে তৃষিত হৃদয়ে
শাদা পাহাড়, কালো পাহাড় , কখনোবা চির সবুজ অরন্যপাহাড়—
রূপের বেসাতি করে; ঝরণা হয়ে পাহাড়ের ফাটল বেয়ে
যেন সে এক অষ্টব্যঞ্জনের রূপ নিয়ে।
বিকেলের আবছা আলোয় ,মেঘবালিকার আনন্দ অশ্রু সতত উল্লাসে
আছড়ে পরে পাহড়ের নিরেট বুকে —সঙ্গম সংগীতে।
এখানে দুঃখ করতে নেই;
এখানে প্রেমের বর্ষাতে কোন বাঁধা নেই।
এত পাহাড় এত যে বন
এতটা ঝরণাধারা আর এই যে সবুজ ক্ষণ
এখানে তৃষ্ণা মেটায় সকল তৃষিত মন ।
পাহাড়ের অশ্রু যদি ঝরণা হয়
তবে মায়াবতী মেঘবালিকা - সে কি নয়?
আনন্দ অশ্রুর মত সদানন্দ ময়।
হে মেঘবালিকা !
ভেজাও পাহাড় বন;
আর্দ্র করো এই অবচেতন তনু —মন ।
----------------------------------------------
উৎসর্গ :সুপ্রিয় এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯