আমার গায়ে মেদ জমেছে তোমার প্রতীক্ষায় বসে থেকে থেকে
আমার প্রেমগুলি মেতেছে শুধু তোমার প্রতিকৃতি এঁকে এঁকে।
কত রজনী অনিদ্রায় কাটিয়েছি তার ইয়াত্তা নেই
কত শকুনের ঠোকর খেয়েছি কত মরুভূমি সিক্ত করেছি জানা নেই
কতচন্দ্ররাতে হেঁটে চলেছি কামনা তেজেছি সেই যে পথের কোন অন্ত নেই।
যদি কষ্ট দিয়ে থাকি হৃদয় মন্দিরে তব সেটিও তোমায় পাবার জন্যে
কষ্টের প্রতিদানে একেকটা সাগর আদর গড়েছি এ হৃদয়ে হয়ে হন্যে।
এর কোনটিকে মিথ্যে বলবে তুমি?
আমার এই প্রেম ধ্রুবতারার মত সত্য জানে যে অন্তর্যামী।
আর কতকাল বল কানামাছি খেলবে তুমি?
আর কতকাল এ কামনার দেহ থাকবে মরুভূমি?
তোমায় বাঁধনে বাঁধবো বলে কত জনে করেছি পর
তোমার সাধনায় ব্যস্ত প্রহর কাটিয়েছি যে দিনভর।
কর্মময় এই জীবনে কতবার অালস্য করেছে ভর মাথার উপর
কতগুলো দুপুর না খেয়ে কাটিয়েছি গড়েছি বালিয়ারি গড়েছি নিঝুম চর।
সব ব্যথাকে ভুলে এ মন তোমাকে পেলে হবে জানি সে ধন্য
তোমার এ ভালবাসা অশ্রদ্ধা করেনি করেনি তারে পণ্য।
বল এর কোনটিকে তুমি মিথ্যে বলবে ?
আর কতকাল বল কানামাছি তুমি খেলবে?