আবারো আকাশ নীল আবারো সমুদ্রের নীল ঢেউ ধূসর সৈকতে
লঙ্কাউই আর মালয় সাগরের লালজ সন্ধিক্ষণে
আমিও মিলন কামনায় লেহন করেছি প্রেরণা ।
নীল আকাশ আর নীল সমুদ্রের নীলে নীলশার্টে মোড়া দেহটাকে
আর অপেক্ষার অনলে পোড়া নীল হৃদয় ডুবিয়েছি কিছুক্ষণ
তারপর শুধু অনুভূতির গভীরে হারিয়ে যাওয়া
কতগুলি ঢেউ আছড়ে পরেছে সমুদ্র সমতটে
তার কতগুলি আছড়ে পরেছে এই বুকে।
বুকের নীল ক্ষত গুলি নোনা নীল জলে ধুয়ে দেয়ার প্রচেস্টা মাত্র
আমিও ক্ষত খুঁজে পাই সমুদ্র সমটতে
ওখানেও রয়েছে বেদনার কারুকার্য
বিচিত্র বিন্যাসে বেদনার অপরূপ রূপ
সেখানেও বাসা বেধেছে বেদনার্ত কোন কীট
সেও এফোঁড় ওফোঁড় করেছে বিশাল সাগরের রূপ।
অবশেষে আমিও সাগরের বুকে তেজেছি ভালবাসার ঢেউ
ছুঁয়ে দিয়েছি লালসার তীব্র অনুভূতি
ক্রমাগত লীন হয়ে যাবার প্রচষ্টা ব্যর্থ হলো আকাশলীনা
সেদিনও আকাশ ,সমুদ্র আর এ আর্দ্র হৃদয় মিলে মিশে একাকার
প্রেম আরও আর্দ্র হয়ে ওঠলো হৃদয়ে আমার
ভালবাসা গুলি কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে
সমুদ্রের তীর ঘেসে —অজানা পোকার বসত ঘিরে
অজানায় মিলে মিশে শুধু নীল
চির জানা সেই ভালবাসার নীড়
অবশেষে সমুদ্র সঙ্গম হলো— ঢেউ হলো— পাহাড় হলো
অতঃপর যা হবার হলো প্রখর অনুভূতির হৃদয়টা তাই যেন বড্ড এলোমেলো ।
---------------------------------------
লঙ্কায়ি ,মালয়েশিয়া থেকে
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৫