আমাদের প্রেম থাকে বেদনায় রত
যদিও কেউ কারো নই—এই জনমে
আমার পৃথিবীজুড়ে নেশার স্বপনে
তোমার আসা যওয়া লুকোচুরি যত।
আমাদের পথচলা নির্জনতা ঘিরে
কখনো হবার নয়।ধরে হাতে হাতে
পাবনা সুখছোঁয়া এ্ই তরনীর ঘাটে
যদিও হয় দেখা পলাশ ফোটা ভোরে।
প্রিয় নামে প্রাণখোলে ডাকতে পারিনা
শুধু নিজের করে ভাবা —সে বহুদূর
কিনে দিতে পারিনা দুটি সোনার নূপুর
তাই বিরহে কাটে সময় সহিতে পারি না।
আমরা রেল লাইনের মত নিষ্ঠুর
কাছাকাছি থেকেও যে—রয়ে যাই দূর।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২১