_________________দুঃখ আর লজ্জা
___________দুটোই পরিতাপের বিষয়
______অপারগতায় মানুষ শোকার্ত হয়।
____ তবে এই শোকও অর্থবহ হয়ে ওঠতে পারে
__ব্যর্থতায় পর্যবসিত জীবন ঘুরে দাড়াতে পারে
__এমনকি ব্যর্থতা সাফল্যের সোপান হতে পারে
পরাজয় জয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারে।
দুঃখহীন জীবন অনেক সময় শ্রীহীন রমনীর অবয়বেরর মত জৌলুসহীন।
_________ভাগ্যের নির্মম পরিহাসে অামোঘ পরিণতি
____________মেনে নিয়েও জীবন থেমে থাকার নয়;
নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে তা সম্মুখপানে ছোটে।
____আর লজ্জাবোধ থাকাটা বাঞ্চনীয়
লজ্জায় মাথা হেট হওয়া কখোনোই নয়;
________লজ্জাবোধ পোষোকের মত
_____শরীরে চেপে বসে শ্রীবৃদ্ধি করে।
প্রকাশ্য দিবালোকে পোষাক ছুড়ে ফেলা
______কখনো কি মঙ্গল ডেকে আনে?
___________________লজ্জা লুকোতে না পেরে
_________অনেকেই আত্নহননের পন্থা খুঁজে ফেরে
ধরণী দ্বিধা হও বলে ঢুকে যেতে চায় —মাটি খোঁড়ে।
________দুঃখ আর লজ্জা — দুটোই পরিতাপের বিষয়
কিছুটা তফাতে থেকে মানব সমাজে থাকছে ঘুরে ফেরে ।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫