জলজ
নদীর বুকে ইচ্ছে করে ঝাপিয়ে পড়ি
সাঁতার কেটে জলের গায়ে তরঙ্গ গড়ি
শীতল জলে জলজ সুধা লেহন করি
কৌতুহলে জলের অতলে তলিয়ে ঝিনুক ধরি।
ডুবসাতারে এপার থেকে যাই ওপারে
একটি শ্বাসে দেই যে পারি নদীটারে
ইচ্ছে হলে সদলবলে শতশাপলা তুলতে পারি
শালুকগুলো বেশ আয়েশে টেনে তুলে আনতে পারি।
তুলতে পারি নদীর তলে নরম ধূসর মাটি
গড়তে পারি দারুন কিছু সময় —খাটি সোনার চেয়ে খাটি।
মুগ্ধ হয়ে আনমনে গভীর প্রেমে শুনতে পারি
মাঝির গান নৌকার চলা জলজ ধ্বনি —অজানা মোহ
বৃষ্টি জল ,খোলা হওয়া, অপার স্নেহ , কি বুঝবে কেহ?
মায়ার দেশে জলজ বেশে যে জন চলে মুগ্ধপ্রাণে
জীবন কাটে সুখেই তার জলের ধারে সঙ্গোপনে।
আহবান
এমন ভুলা ভুলেছো তুমি
ফেলছো না পা এই ভূমিতে
রিক্ত সব শূণ্য যেন
বৃষ্টি হীনা মরুভূমিতে।
ধুকছে বুকে বিষম শোকে
তোমার দুখে কল্পলোকে
ব্যাথার ঢেউ আচড়ে পড়ে
হৃদয়টাতে ছন্দকারে
পিয়ানো বাজে হৃদয়মাঝে
বাঁশির সুর নিত্য বাজে
বেদনা সব মুক্তি খোঁজে
তোমার মাঝে প্রভাত সাঁঝে।
এসোনা প্রিয়া স্বপ্ন নিয়ে
হাসির মাঝে গানের তালে
নৃত্য কলা বৃত্ত একে
রাগ-অনুরাগ মায়ায় মেখে।
থেকোনা দূরে রেখোনা শোকে
লবন জলে ভাসছি দুখে।
তোমার বিনে অবুঝ মনে
ব্যাকুল করা আকুল ক্ষণে।
থেকোনা দূরে আর
মাতিয়ে দিয়ে যাও
যদি প্রেমের মূল্য থাকে
পুকুর ঘাটে নদীর বাঁকে।
ভাসিয়ে দিয়ে যাও প্রেমের স্রোতে
হাসিয়ে দিয়ে যাও সুখ প্রপাতে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৪