ভালবাসা পদ্য
হৃদয়ের করিডোরে
_____পৃথিবীর সবভোর
__________পাখিদের কলতান;
ফুলে ফুলে মৌমাছির
______দূর্ভাবনা হলো দূর
__________প্রার্থনার অবসান।
আঁধারের রাতগুলো
______হয়ে গেল সুমধুর
__________মিলনের মিতালীতে;
হৃদয়ের কথাগুলো
______মুছে দিল ব্যথাভোর
__________জোছনার গীতালীতে।
ভালবাসা মাখামাখি
______প্রাণে প্রাণে দিল আঁকি
___________মিশে গেল মধুবাঁকে;
ফাগুনের রাঙাভোরে
______আমাদের বাহুডোরে
___________কামনার সৌধজাগে।
চুম্বন দিন
চুম্বন দিনের সুতীব্র কাব্য দিলেম ছড়িয়ে
________ফাগুণের উতাল হাওয়ায়
___________যৌবনের অনুরাগে।
______যৌবনের মৌবন গড়েছো
_____হৃদয়ের উঠুন জুড়ে;
রয়েছো বহুদূর ____ আকাশের উপারে
নিরুপায় হয়েছি হায়__
ফাগুনের বাতাসে তাই
ভাসিয়েছি অধররেণু
সুতীব্র কামনায়।
মধুর বসন্তে আজিকে ভাসিয়েছি
______নিমিতক প্রেরণা খানি ।
দক্ষিণ জানালা খোল
তোমার রাঙাআঁখি মেল,
হৃদয় আরশিতে দেখো
______চুম্বন দিনের আল্পনা।
দিয়েছিনু তোমারে আঁকি
______এ নহে কল্পনা ।
______বইয়ে ঝরণাধারা
______চল হই পথহারা ।
----------------------------------------
সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা ।ভালবাসাময় হয়ে ওঠুক ধরণী।