Life Is Beautiful-১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ইতালিয়ান কমেডি ড্রামা ফিল্ম।রবার্তো বেনিনি পরিচালিত ও অভিনিত চমৎকার ছবি।রবার্তো বেনিনি অভিনয় করেছেন কেন্দ্রিয় গুইডো অরিফিস চরিত্রে।এই ছবির প্রাণ গুইডো একটা বইয়ের স্টলের মালিক।ভাগ্যের নির্মম পরিহাসে তাকে স্বপরিবারে নাজি কনসেন্ট্রেশন কেম্পে বন্দিত্ব বরণ করতে হয়।তার ছেলে যশুয়াকে তিনি আগলে রাখেন অত্যন্ত সুকৌশলে।ছেলের বন্দীজীবনকে লোভনীয় গেইমে পরিণত করেন কিভাবে ছবিটি দেখলেই তা উপলব্ধি করা সম্ভব হবে।Roberto Benigni স্মরণীয় পারফরমেন্সের জন্য ৭১ তম একাডেমি এওয়ার্ড লাভ করেন।অন্য দুটি কেটাগরিতেও এই ছবি একাডেমি এওয়ার্ড জয় করে।ছবিটির রেটিং ছিল ৮.৫/১০।
কাস্টিং
রবার্তো বেনিনি -গুইডো অরিফিস চরিত্রে
নিকোলেটা ব্রাসি-ডোরা চরিত্রে
জিওর্জিয় সেন্টারিনি-যশুয়া চরিত্রে
প্লট
১৯৩৯ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন ঘটনার পটভূমিতে নির্মিত।গুইডো অরিফিস একজন আমুদে এবং ক্যারিশমেটিক তরুণ জিউস যিনি নগরীতে চাকুরী খুজছেন।তিনি এক স্কুল শিক্ষিকার ডোরার প্রেমে পড়লেন।প্রথম দর্শনেই প্রেম! তারপর দূর্দান্ত ক্যারিশমায় নায়িকার হৃদয় চুরি। জটিল প্রেম কাহিনি।ডোরা একজন ধনাঢ্য এরোগেন্ট সিভিল সার্ভেন্টের মাংগীতা ।একে বারে ঘোড়ায় চড়ে বরকে ,নায়িকার মাকে নাজেহাল করে বিয়ের মঞ্চ থেকে গুইডো একপ্রকার ছিনিয়ে নেন প্রিয়তমা ডোরাকে।
তারা বিয়ে করে এবং তাদের ঘরে জন্ম নেয় যশোয়া।
কমেডি রোমাঞ্চের মধ্যে এগিয়ে যেতে থাকা ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজী বাহিনির কনসেন্ট্রশেন ক্যাম্পে আটকা পরেন গুইডো। স্বপরিবারে। সেখানে অত্যন্ত বুদ্ধিমত্তা দিয়ে মমতা দিয়ে গুইডো তার ছেলে যশুয়ার বন্দী জীবনের নিষ্ঠুরতাকে একটা লোভনীয় খেলা বানিয়ে ফেলেন।
সেই খেলায় যে জীতবে সে পাবে লোভনীয় পুরস্কার একটি ট্যাংক!!খেলায় অনেক শিশুই অংশ নিচ্ছে। খেলার নিয়মটা একটু কঠিন। শিশু যশোয়া একবারও কাঁদতে পারবে না,মার কাছে যাবার বা মাকে কাছে পাবার জন্য কোন আবদার করা যাবে না, এমনকি সে যে ক্ষুধার্ত এ কথাও বলতে পারবে না। এইসবের যেটাই
করুক পয়েন্ট নষ্ট হবে।আর শান্ত থেকে যারা ক্যাম্পগার্ড থেকে লুকিয়ে থাকবে তারা
বোনাস পয়েন্ট লাভ করবে। যে সবার আগে একহাজার পয়েন্ট অর্জন করতে
পারবে সেই পাবে আকর্ষণীয় পুরস্কার ট্যাংক!!
একজন বাবা কিভাবে ভয়ানক বন্দীদশাকে তার শিশুর জন্য খেলায় পরিণত করে ফেলতে পারে তারই নিখুত চিত্রায়ণ ছবিটি ।একজন হৃদয়বান প্রেমিকের অসাধারণ প্রেমকাহিনি ,একজন মহান বাবার পুত্র স্নেহের তীব্র আবেদনে নির্মল আনন্দ বেদনার অসাধারণ ছবি।
জীবনটা সত্যিই সুন্দর ! যে জীবন প্রিয়ার জন্য উৎসর্গকৃত, যে জীবন সন্তানকে পরমস্নেহে আগলে রাখে শত ঝঞ্জায় এমনকি যে জীবনের মৃত্যুও ঘটে ভালবাসার জন্য সন্তানের জন্য সেই জীবন সুন্দর না হয়ে পারে? SO, Life Is Beautiful।আবেগ ভরা ছবি।চোখে অশ্রু চলে আসবে!নায়কের অসাধারণ অভিনয় মনে থাকবে চিরদিন।নাটকিয় কহিনি ও অপূর্ব দৃশ্যায়নে মুগ্ধ হওয়ার মত ছবি।
ছবিটি নিঃসন্দেহে অলটাইম গ্রেইট মুভির তালিকায় উপরের দিকে থাকবে। ।
বাণিজ্যিকভাবে ছবিটি দারুণ সফলতা লাভ করেছিলো।দেখে ফেলতে পারেন অসাধারণ এক মুভি।হয়তোবা ইতিমধ্যে ছবিটি দেখে ফেলেছেন ।এটি আমার প্রিয় মুভি।
Life is compromise & Love is sacrifice
মুভিলিংক