আমি দূরেই থাকি
ক্রমাগত দূর থেকে দূরে সরে
গন্তব্যহীন অজানায় যাই হারিয়ে
তোমার দেয়া কস্টগুলো
ভালবাসার রক্তগোলাপ ভাবতাম
কাটার আঘাত তাই অনিবার্যাই মানতাম
গোলাপঘ্রানে কাঁটার আঘাত সুনিশ্চিৎ জানতাম।
যেদিন করজোড়ে ক্ষমা চাইলে
কষ্টগুলো বিন্দু থেকে সিন্ধু হলো
প্রশান্তের গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চে যেমন
সমুদ্রের নোনাজল বিশাল ঢেউয়ে ফুলে ফেপে ওঠে
দুঃখ গুলো আমার তেমনি আছড়ে পরে হৃদয় মন্দিরে
তোমার মুক্তি কামনায় তীব্রতম কষ্ট পেলাম
তোমার অবজ্ঞা অবহেলা
গোলাপ কাটা নয় মরন বান হলো
তাই আমি অনেক দূরে
অসীমেরও পরে
বিভ্রান্ত আমি আজই দিকভ্রান্ত ।
দূর থেকেই মেঘদূত জানিয়ে গেলো আমায় অবজ্ঞার হাসিতে
কোন এক ভ্রমর নাকি বাসা বেঁধেছে তোমাতে?
এখন তুমি তারই সাধনায় দিনকে রাত করছ
যেমনটা করতাম আমি তোমার জন্যে
কাঁটার আঘাত পেলে কি না?
নাকি পেলে প্রেমের সুঘ্রান?
পেলে কি রক্তগোলাপের সুতীক্ষ বর্শার ফলার মতন ধারালো আঘাত পর্বত সমান?
জানিয়ে দিয়ো যদি তেমনটি ঘটে
আমি যেমনটি পেয়েছিলাম মানসপটে
আমি দূরেই থাকি
ক্রমাগত গন্তব্যহীণ গন্তব্যের খোঁজে ।