ধরে নেয়া যাক পৃথিবীর ব্যাস্ততম সড়কটি
আমার চেনা
মাঝে মাঝে সেখানে দাঁড়াই আমি,
আকাশ ছুঁতে চাওয়া কিছু দালান
নিয়ত চেষ্টা চালাচ্ছে আকাশটাকে ছোঁয়ার।
ব্যাস্ততায় সাঁতরাতে থাকা হাজার হাজার আদম ও ইভ্
আদিমতা বর্জন করে আধুনিক হওয়ার
চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমি নিশ্চিত নই আদম পৃথিবীর প্রথম পুরুষ কি-না
অথবা, ইভ্ প্রথম নারী কি না।
আমি রাস্তাটির পাশে একটি দোকানে বসি
সেখানে মানুষের স্মৃতি প্যাকেটবন্দী করে বিক্রি করা হয়।
দোকানের দরোজায় আধুনিক ইভ্ দাঁড়িয়ে থাকেন
আমি দেখি তাঁর গুরুনিতম্ব-
যা আমার প্রিয় বস্তুগুলোর একটি।
আমি আলমারীতে আটকে রাখা ইভকে
ছুঁতে না পারার দুঃখে সুইসাইড করি,
পরকাল থেকে হেঁটে আসে একটি
৩০ লাইনের কবিতা।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬