somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভোদাই

লিখেছেন সিফাত ও তার কবিতা, ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

তোমারে নিয়া ভাবতে গেলে নিজেরে ভোদাই মনে হয়; হাত পইড়া যায় হাঁটুর নিচে, দাঁত ক্যালায় আসে। যেইসব চিন্তারা আমারে হাঁটতে শিখাইতে আসতো, ভাগে সব। খালি তুমি থাকো ভিতরে। আঠার মত থাকো, পাতার মতো থাকো, তারার মতো থাকো; আমিও এমনকি থাকিনা আমার ভিতরে!

অফিসের দিকে যাইতে যাইতে তোমার ঘরে ঢুইকা যাই; তোমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৫৬ বার পঠিত     like!

প্রবাহ

লিখেছেন সিফাত ও তার কবিতা, ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

দেখলাম দোতালা বাস ছুঁয়ে গেলো পরগাছা অর্কিড। সাধারণত আমি সিগারেট খেতে থাকি। দাঁড়িয়ে দেখি বাস গাছ ছুঁয়ে যায়, পাতাগুলা নড়ে দেখি। এইরকমভাবে দীর্ঘদিন দেখতে থাকতেছি। দোতালা বাসের অর্কিড ছুঁয়ে যাওয়া দেখাটা নতুন ছিলো। একটা পুরনো নিয়মের ভিতরে হারায় যাওয়া নতুন কিছু দেখতে লাগছিলাম।

তাঁরে সরানো যায়না কোনক্রমে। ক্রমশ বরং দখল হইতেছি।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

১৮১১১৭

লিখেছেন সিফাত ও তার কবিতা, ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

আবলুস কালো রাত্রে ধরে নেয়া যাক
কুকুরগুলা ভুগতেছে ভাবনার সীমাবদ্ধতায়,
ধরা যাক সাবলীল হেঁটে আসা
চেনা বাতাসের লাগোয়া দারোয়ান;
বিশেষত রাতের বেলায় কোনক্রমেই
আঁধারের ক্যামোফ্লাজে তোমার আসা থামেনাই।

কি যে অসভ্য করে ফ্যালো! হাঁটতে গেলেও গিলটি!
কি যে সামাজিক সিদ্ধান্তে সন্ন্যাস নাও! বলিহারি যাই!
আসলে তোমারে ভালোবাসতে গিয়ে যে তরল আবিষ্কার
করা হইলো তার গভীরে থেকে গ্যাছে আমার আরেকটা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

বিষমবাহু ত্রিভুজ

লিখেছেন সিফাত ও তার কবিতা, ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

এই বিষমবাহু ত্রিভুজ; ক্রমশ দূরবিন্দু,
গজিয়েছে নিভৃতে শিকড় জড়াজড়ি।
আড়ালে রাখি সদা ব্যক্তিগত জলসিন্ধু
বিষাদের ভয়ে, ও পাখি, কথা নেই সরাসরি।

তোমার ঐ চেনাজানা পথে রিক্সাগাড়ি
ও পাখি, ঘিরে রাখো কারে, ফিরে কই যাও!
আমার চাইতে বেশি প্রেম কার কাছে পাও?

দেয়ালচিত্র আঁকা তোমার জানা পথে
কলের গাড়ি
এই শহরেই বাসের ফাঁকে লোকাল ভীড়ে
আঁটকে যাওয়া ত্রিভুজেরই দখিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

আত্মহত্যাপ্রবণ রাতের শরত

লিখেছেন সিফাত ও তার কবিতা, ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫

রাতের শরত এত যে সুইসাইডাল!
বুনোহাঁস ধরার কলে সূতা লাগা ঘাসের চিপা,
যোনীর মতোন সংকীর্ণ আর আগ্রাসনপ্রিয়।
খুব বিলাসী মনে করা হ্যালো হাই,
সুস্বাগত;
এই যে আধ্যাত্মবাদী সুখভ্রমের অসুখ..

দেয়ালের ফাঁক থেকে তাই ভাঙা আকাশ
ঠেলে ফেলে বসে পড়ি আর-
দেখি,
তীক্ষ্ণ অহমবোধের কাঁচের ওপারে
শরতের আকাশ
কত যে সুইসাইডাল!
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

৬/১০/১৭

লিখেছেন সিফাত ও তার কবিতা, ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

আলো জ্বলে প্রিয়
অপেক্ষা আমাদের দূরে নিয়ে যাবে
ভঙ্গুরতা থেকে,
কিছুটা আলো নাও হৃদয়ে, মগজে নাও,
শান্ত হয়ে বসো,
এই তো ধৈর্যশীল সময় এগিয়েছে
দ্রুত হাঁটা পথ, চারদিক দ্যাখা যায়
তোমার নামফলক এবং সময়।

শিশুর মতো উজ্জ্বল বিনম্র চোখ
আর ঐ ফিতানো প্যাঁচা
কোনদিন উড়ে যাবেনা কথা দিয়েছে।

যদিও রাত্রিগুলো কান্নার কারন হয়ে থাকে
মিথ্যা ও সত্য আপেক্ষিক বলে পথ থেকে যায়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

কম্পনজনিত

লিখেছেন সিফাত ও তার কবিতা, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

খুব বেশি ব্যস্ততার ভিতরে শুকনো ফুলের
শুকিয়ে থাকা ডাল;
আড়াল করে রাখতে পারো নিরাময়যোগ্য
নয় এমন ক্ষত কিছু;
আমাদের পিছিয়ে পড়া ডানারা অদ্ভুত কাঁপে!
মনে থাকে ট্রেনের মিলিয়ে যাওয়া পিছনদিক,
সত্যিই কি অদ্ভুতভাবে কাঁপে!


সুবাহ সাদিকের আলো জ্বলতে থাকছে
কিছু নিয়ন এখনো দলবদ্ধ অনুসারী,
মাঝরাত ঝিমায় পড়ে আর ময়ূরের কালো
পেখম ঢেকে রাখে যাত্রাপথ।
ভিতরে ভারবাহী লরিগুলো কাঁপে গতিশীল জড়তা।

পরিচিতা... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     like!

আমাদের দাঁড়িয়ে থাকা

লিখেছেন সিফাত ও তার কবিতা, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯



গভীর অ্যাকুরিয়াম চোখে তোর বন্দীদশা সাঁতরায়;
গোল্ডফিস মগজ ক্ষণস্থায়ী স্থিরতা, বাস্তবের ঘোর অস্বাভাবিকতা!
বিষণ্ণ আওয়াজ কাঁপিয়ে যাচ্ছে পাপড়ি,
এড়ায়নি দ্বান্দ্বিক ঘোরাক্রান্ত নজর।
আমি তো শুভকামনা ছাড়া দিতে পারিনা কিছু,
বলতে পারি শুধু ভালো থাকার সংক্ষিপ্ত বক্তব্য,
এ আমার অপারগতা, নাকি এ'ধারায় আমাদের
নদী ও তার অস্বচ্ছ বোঝাপড়া বয়ে যাওয়া,
জানা নেই।
আমার চিরকালীন নিয়মহীনতা যাপন এবং
এলোমেলো তোর সিদ্ধান্তক্রম;
দুটো মিনার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

সূতা

লিখেছেন সিফাত ও তার কবিতা, ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০

গীটার ভায়োলিন এমনকি গ্রামের বাড়ির বেড়াগুলা
বান্ধা থাকে ধাতব তার দিয়া যা দেখতে সূতার মতো।
এগুলার বন্ধন সুর, ঘর ইত্যাদি তৈয়ার করে।

মাকড়সা তার নিজস্ব সূত্র ব্যাবহার কইরা হত্যাকান্ড ঘটায়,
সূতার উপরে প্রেমে পড়ে, আর শেষতক বাঁইচা থাকে।


আমরা ব্লাউজের সূতা ছুটাই যখন আমাগোর
দেহ মেদবহুল হয়া ওঠে,
স্তনের সাথে সাথে পিঠটাও আয়তনে বাড়ে,
অতএব অপ্রয়োজনীয় সূতা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

((২৬/০৮/২০১৭))

লিখেছেন সিফাত ও তার কবিতা, ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯

ভিতর বাহিরে বৈপরীত্য নিয়ে বেড়ে উঠেছো
তোমরা, শিলালিপির মতো দুর্বোধ্যতা নিয়ে।
এতো নৈকট্য আমাদের, অথচ সাঁকো নেই
এমন কোন, পারাপার হয়ে ওঠে সাবলীল।
সরে যাওয়া,
ফিরে আসা,
এই দুই
প্রকারের ক্রিয়াপদে তোমাদের চেনা শুরু হয়;
ভালোবাসা বলে যে অ্যাবস্ট্রাকশন লিখছি
মায়ের ভিতর থেকেই বোধ করি তার শুরু,
শিশুর মতো স্বৈরতন্ত্রী, ঢুকে যাচ্ছি তোমাতে।


অর্থাৎ,
মায়ের
দরোজা
থেকে বেরিয়ে আমি তোমার দরোজা দিয়ে প্রবেশ
করেছি; তুমি... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

সহজ কবিতা

লিখেছেন সিফাত ও তার কবিতা, ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬

ওহ তমসা রাত, তোমার আধখোলা দরোজায় দাঁড়িয়ে

ফলের গাছ ঝড়ঝড়ে বাতাসে কাৎ হতে দেখি।
কোনো অপেক্ষারত কুপিবাতি নেই জ্বলন্ত,
এই গম্বুজমতো আকাশ, মক্তবে বসে ছাদ দেখার মতো,
অথচ অন্ধকার।
জং ধরা চাবি বার বার আঁটকে দিচ্ছে তালার মুক্তি,
খুলে দিচ্ছেনা জেলঘরের উন্মুক্ত নিশ্বাসের কপাট।
স্নিগ্ধতার রুদ্ররাত হাতের তালুতে অঙ্গার হয়ে জ্বলে
ডুবছে প্রিয় বাক্যগুলো, ডুবে যাচ্ছে ঢোঁড়া সাপের... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

ঘড়ি ২

লিখেছেন সিফাত ও তার কবিতা, ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

দরজায় সময়, লাল কার্পেট
কাঁটায় সুর বিঁধে
আর কাঁটায় নদী

নদী জোছনা রাতে, নদী শুভ্র সকালে
দরোজার আপোষহীন নদী
ব্যক্তিগত পথ দূরগামিনী নারী যেনো
কাঁটায় লেগে বা বিঁধে যেনো
একেকটা রোটেশন মেনে চলা কক্ষপথ।

দরজা স্থির, স্থির কার্পেট
কাঁটাওয়ালা ঘড়ি, নদী বা তুমি
ছুটন্ত লাল লাল কাঁকড়ার দল
বালিয়াড়ি, প্রসারমান সমুদ্র এবং
অস্থির সকল জীব বা জড়

ঘড়ি অথবা তুমি দাঁড়াও
যেহেতু চলমান দুজনেই
সেকেন্ডের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

মৃত্যু

লিখেছেন সিফাত ও তার কবিতা, ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১২

আমি জানি সবার দৃষ্টি অন্য কোথাও আঁটকে থাকলেও,
তুমি আমাকে সবসময়ই দ্যাখো।
সবচেয়ে কাছাকাছি থাকো তুমি, শুধু আলিঙ্গন অপেক্ষা।
আমার স্মার্টফোন আমার বন্ধুবেশী মানুষেরা
আর যত বইপত্রের গাদা সবাই ভুলে যাবে ঠিকই,
এইসব জাজ্বল্যমান সিগারেট, উৎকট সঙ্গীত, যতরকম হাস্যরস
কেউ আমার নয়, ধার করা আনন্দ শুধু। অথবা-
বেঁচে থাকার ব্যর্থতায় সান্ত্বনার মতো।
যতসব সর্বনামে তোমাদের ডাকি, সাড়া দিই,
শীতল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

আত্মহত্যার সাইক্লিক রোটেশন

লিখেছেন সিফাত ও তার কবিতা, ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১০

আত্মহত্যার সাইক্লিক লোডে কম্পমান সোডিয়াম আলো
তিন হাতে রুগ্ন সূর্য চেপে যাই, দিনের পরাস্ত শ্যাওলা
তুমি করে তোল মুক্তিহীন স্তন্যপায়ী;
গুড়ো গুড়ো শীতল সিক্ততা, জড়বাহী জীব।
উলটানো যাবে পাতা একের পর এক যারা সিক্ততার
স্পর্শযোগ্য দূরত্ব আঙুল ও ঠোঁট, কোথাও ছায়া নেই,
সরু বিষাক্ত সাপ অথবা সূতা উভয় শরীরে।
দেখি ক্লান্তিকর নর্দমায় আঁটকে থাকা জলমিশ্রন
হাঁটুসম কুটকুটে পথ;... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

আর কোন অনুপ্রবেশকারী নেই

লিখেছেন সিফাত ও তার কবিতা, ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:০৯

কাঁচ ভেদ করে দেখি ঘুরে যাচ্ছে মুখমণ্ডল

কি নেশায় পেরিয়ে যাচ্ছে সীমান্তরেখা!

উঠে পড়ুন, উঠুন! দেখুন অলক্ষ্য পথ
আর কোন অনুপ্রবেশকারী নেই, না নেই।
বাহিরে এমনকি ভেতরেও নেই।

অযথাই হেঁটে পাড়ি দিলেন!

পারছি- আমিও পেরে উঠছি মনে হচ্ছে।

নির্বিষ সর্পিল চলমান সাপ এবং

চিলের তীক্ষ্ণ চোখ নিয়ে বেঁচে থাকুন।
নিঃশব্দে কিছু সুর দেবে যাবে ঘড়ির কাঁটায়

পা এবং চোখ উড়ন্ত... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬০১৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ