সূর্যোদয়ের পূর্বে প্রত্যন্ত শহরটিতে
একজোড়া দৃঢ় এবং সাধারণ পা নেমে আসে,
সন্তপর্ণে শহরের গলিতে হেঁটে যায় দুটো চোখ-
সিগারেটের ধোঁয়ায় মেঘ জমে চায়ের কাপে ও খুলিতে,
"ষাট হাজার টাকা! খুব বেশী নয়,-
অন্তত একটা জীবনের বিনিময়ে তো নয়ই!"
পথের ধূলায় জুতোর ছাপ ক্ষণজীবী
অপলক চেয়ে থাকে দুটো দাঁড়কাক।
পথিক আকাশ দ্যাখে, আকাশ তাকিয়ে দ্যাখে ভিকটিম
ভিকটিম ঘুমায়, ঘুম একপ্রকার নেশা।
গ্রীষ্মের রোদ নেমে আসে জানালা বেয়ে
রোদের ক্রন্দনে ভিজে যায় বিছানা,
জেগে ওঠে কড়া নাড়ার আওয়াজে ঘুমন্ত বেড়াল,
দুটো কবুতর উড়ে যাওয়ার পূর্বে দেখে নেয়
আততায়ীর মুখ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৩