কাল পরিক্রমায় একদিন স্কুল,কলেজ পেরিয়ে ভার্সিটিতে পা দিলাম। তারপর শোনলাম ভার্সিটির টিচাররা কতটা নীচ হতে পারে, জানলাম টিচাররা কত নোংরা হতে পারে, দেখলাম ক্ষমতার লোভে কতটা অন্ধ আর উন্মাদ হতে পারে তারা!!!
মহৎ, নির্ভীক,নির্লোভ, বিনয়ী, সৎ , জ্ঞানী....... শব্দগুলো ভার্সিটির টিচারদের সংগে একেবারেই বেমানান! বরং প্রাইমারী স্কুলের সেই গেয়ো অসাধারন শিক্ষকদের মাঝেই এই জিনিস গুলো দেখেছি। ভার্সিটি জীবনের শেষ বেলায় দেখেছি কিভাবে ভিসি/প্রক্টর/স্টুডেন্ট এডভাইসাররা কিভাবে দলীয় লেজুর বৃত্তি করে বেড়ায়। সেখানে শিক্ষা, গবেষনা,মনুষত্ব এসব শুধু মাত্র অভিধানের কয়েকটা বিচ্ছিন্ন শব্দ।
শত জুবায়ের লাশ হলেও তারা ক্ষমতা ছাড়বেনা বরং ক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজনে আর কয়েকটা লাশ ফেলে দেবে।
( হ্যা, দু/একজন ব্যতিক্রমী মানুষকে ভার্সিটি লাইফে কাছে পেয়েছি যারা শিক্ষকের চেয়েও মানুষ পরিচয়ে বেশী সাচ্ছন্দ বোধ করতেন। কিন্তু ব্যতিক্রমী শিক্ষকের সংখ্যা দিনে দিনে প্রায় শূণ্যের কোঠায় চলে আসছে)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭