মাতাল প্রেম
সাজ্জাদ শুভ
মেয়ে, তোমায় সুন্দর বলি,
না, ভেবো না-
আমি মাতাল বলে বলছি।
মদের থেকে তুমি আমায় বুঁদ করেছো বেশী।
তুমিই বলো নাহয়, কে বেশী নেশার জন্ম দেয়!
মেয়ে, বারবার তোমার প্রেমে পড়ি
কি ভাবছো!
কেন ই বা পড়ি তাই না??
কি জানি বাপু,
প্রেম তো মনের ব্যাধি
আমি তো আর ডাক্তার নই!!
কিভাবেই বা বলি!!
মেয়ে, তোমার জন্য উদাস বিকেলে
ব্যলকনিতে বসি।
না, না আমার ব্যলকনি থেকে তোমায়
দেখা যায় না।
তোমার ঘর দেখাও যায় না।
কিন্তু বারান্দায় বসে ভাবা যায় -
ভাবা যায়, ঠিক এই সময় তুমি কি করছো।
মেয়ে, ফুলের গন্ধে তোমায় মনে পড়ে,
নাহ, মিলছে না, তাই না!
তোমার সুগন্ধির গন্ধ তো কোনও ফুলের মতো নয়।
আচ্ছা, তোমার চুলের গন্ধ কি তুমি পাও??
নাহ মনে হয় না পাও,
আমার যে তোমার চুলের গন্ধের প্রেম,
তা কি মনে আছে??
অথবা মনে কি করো সে কথা
তুমিই বলেছিলে,
চুলের গন্ধে মাতাল করিয়া, রাখিব তোমায় খোঁপায় বাধিয়া।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৪