শাহবাগের আন্দোলনকে ডাইভার্ট করার জন্য যারা উঠে পরে লেগেছে আর তাদেরকে যারা সমরথন দিচ্ছেন তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই এই রাজাকারের বাচ্চারা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী । তাদের কাছে ধর্ম কোন বিষয় না বিষয় হচ্ছে নিজেদের স্বার্থসিদ্ধি উদ্ধার।
এই রাজাকারদের দেশ পাকিস্তানেই মুসলিম কে মুসলিমরাই বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। তাদের কোন মূলনীতি নেই, তাদের কোন ধর্ম নেই।
যদি তারা নাস্তিক বলে ব্লগার রাজিবকে(থাবা বাবা)জবাই করে তাহলে তাদের আস্তানা পাকিস্তান যেখানে নাস্তিক নেই, মালাউন নেই সেখানে কেন পাকরা বোমা ফাটালো (আজকের খবরঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কুয়েত্তা শহরে বোমা হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। ‘দ্য ডন’-এর খবরে বলা হয়, আজ শনিবার সকালের ওই হামলায় আহত হয়েছে আরও শ খানেক মানুষ।)? তারা শুধু মানবজাতিকে বিভাজিত ই করতে পারে ভালবেসে কাছে টানতে পারেনা। মুসল্মানের মধ্যেও তারা শিন্না-শিয়া ট্যাগ করে যুদ্ধে নামে।
আর মনে রাখবেন এই রাজাকাররা এই পাকিদের আদর্শেই বিশ্বাসী তাই সাবধানে থাকবেন আপনাকে মেরে ট্যাগ ঝুলাতে কোন সমস্যা হবেনা এদের। তারা বাংলাদেশকে বাংলাস্তান বানাতে চায়।
আসুন এদের অপপ্রচারে কান না দিয়ে মানুশকে ভালোবাসি, নাস্তিক-আস্তিক, ছাগু-শুশীল, বাম-ডান, লীগ-বিয়েনপি,মালাউন- বৌদ্ধ সব ভুলে দেশকে ভালোবাসি যেমনটি হয়েছিল একাত্তরে । দেশের তরুন প্রজন্ম হিসেবে আমাদের মুক্তিযোদ্ধাদের ঋণ কিছুটা হলেও শোধ করি। জাতির কলঙ্কমোচন করার সময় এসেছে।
খবরের সুত্রঃ এখানে