১। শিল্পা শেটি
শিল্পা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)-এর খেলা চলাকালীন সময়ে সবসময় ২ টা ঘড়ি পরে থাকেন। একটি তার দল রাজস্থান রয়ালস এর জন্য আরেকটি নিজের জন্য। তিনি মনে করেন এতে তার দল ভালো খেলবে এবং শুভ বার্তা বয়ে আনবে।
২। বিদ্যা বালান
বলিউডের এই নায়িকা তার ডার্টি পিকচার মুভির জন্য কুসংস্কারের ছায়ায় আশ্রয় নেন। তিনি ঐতিহ্যবাহী লাভানি(ভারতের বিশেষ লোকনৃত্য) ড্যান্সের জন্য ব্যবহিত সবুজ শাড়ি না পরে তিনি লাল শাড়ি বেছে নেন সৌভাগ্যের প্রতীক হিসাবে।
শুধু তাই নয় তিনি পাকিস্তানের হাশমি-কাজল ব্র্যান্ড এর সামগ্রী ব্যাবহার করেন শুধুমাত্র এই বিশ্বাসে যে এটি তার জন্য মঙ্গলময়।
৩। গোবিন্দ
অদ্ভুত এক নিয়ম মেনে চলেন বলিউডের তারকা অভিনেতা ও রাজনীতিবিদ গোবিন্দ। স্রেফ কুসংস্কারের কারণে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে তিনি পকেট থেকে কোন টাকা বের করেন না। বৃহস্পতিবার তাঁর কাছে টাকা চাইতে এলে হতাশ হয়েই ফিরে যেতে হয় পাওনাদারকে। গোবিন্দের মাথায় এই কুসংস্কার ঢুকিয়েছেন এক জ্যোতিষী। ওই জ্যোতিষীর পরামর্শেই সপ্তাহের মাঝামাঝিতে পাওনাদারকে চেক কিংবা নগদ অর্থ দেন না গোবিন্দ।
এ প্রসঙ্গে গোবিন্দর কাছের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার কেউ যদি গোবিন্দর কাছে পাওনা টাকা চাইতে আসে তবে তাঁকে খালি হাতেই ফিরে যেতে হয়। পরদিন এসে টাকা নিতে বলা হয় তাঁকে। কারণ বৃহস্পতিবার পাওনা মেটানোর বিষয়টিকে অশুভ মনে করেন গোবিন্দ।
সূত্রটি আরও জানিয়েছে, গোবিন্দ প্রায়ই এক জ্যোতিষীর কাছে যান, নানা পরামর্শ নেন। দিনের কোন সময়টা পাওনা মেটানোর জন্য আদর্শ সেই পরামর্শও তিনি নেন ওই জ্যোতিষীর কাছ থেকে। পরে নির্দিষ্ট ওই ক্ষণেই পাওনাদারের হাতে টাকা তুলে দেন।
৪। ক্যাটরিনা কাইফ
বলিউডের এই হার্টথ্রব তারকাও কুসংস্কারের উর্ধ্বে নন। তিনি প্রত্যেক ছবির মুক্তির আগে আজমীর শরীফের খাজা মইন-উদ্দীন এর মাজারে দোয়া প্রার্থনার জন্য যান।
৫। শাহরুখ খান
বলিউডের বাদশাহ নামে খ্যাঁত শাহরুখ খান কুসংস্কারের জন্যই হোক কিম্বা দাম্ভিকতার জন্যই হোক তিনি তার লাকি ৫৫৫ নাম্বারের রেজিস্ট্রেশানকৃত গাড়ি ছাড়া নিজে গাড়ি ব্যাবহার করেন না।
৬। সালমান খান
সাল্লু খান তার ওয়ান্টেড, দাবাং ও বডিগার্ড সিনেমা ঈদে মুক্তির সাফল্যে পরের ছবি এক থা টাইগার মুভির জন্য ঈদের সময়টি বেছে নেন। তিনি বিশ্বাস করেন যে ঈদই তার ছবির ব্যাপক সফলতা বয়ে আনে।
৭। অমিতাভ বচ্চন
বলিউডের শাহেনশাহ বিগ-বি নীল রঙের আংটি পড়েন একজন জ্যোতিষবিদের কথা অনুযায়ী। তিনি কওন বনে গা ক্রোড়পতি শুরু করার পরপরই এটি পরিধান করেন এবং ব্যাপক সফলতা পান।
৮। আমির খান[/sb
প্রিয় এই তারকাও একজন কুসংস্কারবাদী। অবশ্য এতে হালকা যুক্তিও থাকতে পারে। তিনি মনে করেন ক্রিস্টমাস ফেস্টিভাল তার জন্য সবচেয়ে শুভ। তাই তার তারে জামিন পার, থ্রি ইডিয়টস মুভি এই সময়ে রিলিজ করেন
এই বিষয়ে আমার আগের লেখাটি পড়তে পারেন ব্যাপক মজা
বিখ্যাত সেলিব্রেটিদের কিছু মজার ও উদ্ভট কুসংস্কার!!! না পড়লে বিশ্বাসই করবেন না(১৮+ হতে পারে)।
বি.দ্র ঃ আমি নিজে মনে প্রানে কুসংস্কারকে অবিশ্বাস করি এবং সকলকে এই সব আদিযুগীয় কুসংস্কারকে বিশ্বাস না করতে অনুরোধ করছি। শুধুমাত্র কিছু বাজে এবং অযৌক্তিক ধ্যান-ধারনা বা কুসংস্কারগুলোকে আপনাদের মাঝে পরিচয় করে দিলাম।