গত ৬
ডিসেম্বর ফেসবুক দক্ষিণ এশীয় পাবলিক
পলিসি ম্যানেজার দীপালী লিবারহেন এবং
দক্ষিণ এশিয়ায় আইন প্রয়োগ বিশেষজ্ঞ
বিক্রম লঙ্গে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল, তারানা হালিম, আইসিটি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং
নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
করেন।
তারই পরবর্তী পদক্ষপে জানা যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ কর্মকর্তাদের
সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী
দুসপ্তাহের সফরে আগামী ১০ জানুয়ারি
সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাবেন। ফেসবুকের
সঙ্গে চুক্তি স্বাক্ষরের অংশ হিসেবে তিনি
দুদেশের টেলিযোগাযোগ ও আইসিটি
মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
কিন্তু কি হবে এই বৈঠকের বিষয়বস্তু? এ বিষয়ে অনেকে মনে করছেন যে সরকার চায় যে সকল ব্যবহারকারীর তথ্য যাতে সরকার পেতে পারে সে বিষয়টিই প্রথমে রাখছে সরকার। এছাড়াও অন্যানু বিষয়াদিও যুক্ত হচ্ছে উক্ত বৈঠকে।