১। তুমিহীন
এক আদিমতায় ডুবে আছি
পত্রপল্লবের পেলবতা নেই
ঘ্রাণ নেই ফুলের, মধুও নেই
তাই মাদকতা নেই কোথাও।
মিলছে না
ঠিক মেলাতে পারছি না সমীকরণ
যোজন যোজন দূরত্বে কি
সৃষ্টি হয় রসায়ন
কিংবা পদার্থের মাধ্যাকর্ষণ
তাই তুমিহীন দিনকে দিন অপদার্থ
দিনকে দিন স্পর্শহীন রসায়ন।
ভূমিহীনদের মাথা গোজার ঠাঁই থাকে না
সাত সমুদ্দুর নোনতা জলে পিয়াস মিটে না
মেঘ না হলে বৃষ্টি কখনো কথা বলে না
তুমি হীন জীবন, জীবন হতে পারে না।
তুমিহীন, ভূমিহীন জলহীন হয়েই আছি
বহু দিন প্রাণ রসায়নের দর্পচূর্ণতায় বাঁচি।
২। ধারাপাত বই
এই আলো হাওয়ায় বেঁচে থাকা দায়
অনেক তো উচ্ছন্নে যাওয়া হলো
আর কতকাল এই বিরুদ্ধ
জল হাওয়া নিয়ে থাকবো
আমার হৃদপিন্ড আমার ফুসফুস
আমার প্রতিটি অরগান বলছে
বৈরীতার কথা, বিয়োগের কথা।
সমকালীন বন্ধুরা হুড়হুড় করে চলছে
দামী গাড়ী সুন্দরী নারী
চৌদ্দতলা লিফট বাড়ী
বৈদেশ ভ্রমণ আকাশ ছোঁয়া স্বপ্ন
নেহায়েত দৈনন্দিন ডাল-ভাত।
আমার সব দিক ক্রমশ সংকীর্ণ
তাই আমি কোন দিকে তাকাইনা
আমার সব পথ সব দিকে রুদ্ধ
তাই বৈরী পৃথিবীতে আমি ঠিক
মানানসই নই, আমি ঠিক ধারাপাত বই
এক দুই তিন চার...............নিরানব্বই।
ছবিঃ রুমা উপজেলা (রুমা-রোয়াংছড়ি রোড, বান্দরবান)।