একটা কাল্পনিক পাহাড়ের চূড়া।
এই শহরের অনেকেই ওই চূড়ায় উঠেছে। চূড়ায় বসে তারা তলদেশের মানুষ গুলোকে দেখছে আর সপলতার হাসি হাসছে।
ওই চূড়ায় আমার এমন কেও নেই যে আমার জন্য হাত বাড়িয়ে দিবে। তবুও আমার গন্তব্য ওই পাহাড়ের চূড়া। চূড়ায় উঠার জন্য পাথর ভেঙে ভেঙে সিঁড়ি বানাচ্ছি আর একটু একটু করে উঠছি। যদিও সময় লাগছে অনেক তবুও আমি হতাশ নই। ভিত্তিটা মজবুত হচ্ছে। আচমকা কোনো ঝোড়ো হাওয়ায় পা পিছলে পরে গেলেও বেশিদূর ছিটকে পড়বোনা। কারণ এই সিঁড়ি আমার নিজ হাতে তৈরী। সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে কি আছে তা আমার জানা।
২০১৬ টা অনেক কিছু দেখিয়ে গেছে। অনেক কিছু শিখিয়ে গেছে। এই ২০১৬ তাই জীবনের অনেক মূল্যবান দুটি জিনিস হারিয়ে ফেলেছি। যা আমি আর কখনোই ফিরে পাবোনা। আবার এই ২০১৬ তাই মূল্যবান অনেক কিছু পেয়েছি যা এতো সহজে পেয়ে যাবো ভাবিনি।
সময়টা এখন ২০১৭। স্বপ্নটা অনেক বড়ো। গন্তব্য অনেক দীর্ঘ।
অতঃপর হে মহাকাল , আমি জানি তোমার কাজ ই হচ্ছে মানুষের ভালোলাগা আর ভালোবাসার মুহূর্ত গুলো গ্রাস করা। এমন কিছু গ্রাস করোনা যার অনল অনন্তকাল অন্তরের অতল গভীরে জীবন থাকে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১