কবির স্মরণসভায় জানা গেল, কবি নেই তবু আছেন
গতকাল বিকেল পাঁচটা থেকেই আকাশ অর্ধনমিত।
কবির স্বজন, প্রকাশক, এসেছিল একরাশ পাঠক-পাঠিকা
এসেছে দোয়েল, শিস দিল কবির শবদেহের ওপরে বসে
শোকাতুরা কবির গিন্নির মরমে লাবণ্য দাশের খেদ—
‘আপনাদের তো অনেক কিছুই হলো, আমি কী পেলাম?’
কবির স্মরণসভায় কেউ এ কথা বলতে পারত—
কবিতারা খুব একা হয়ে গেল, কাটাকুটির কেউ আর থাকল না
কিছুটা দুর্বল কবিতা গ্রন্থে ছাপা হয়ে যাওয়ার পর
নিজের কাছে ছোট হয়ে যাওয়া কিংবা
গোপনে শ্বাস ফেলা লোকটি আর থাকল না, থাকল না, থাকল না।
নিরব কবি
আলো
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪২