বুকের মাঝখানটায় কেঁটে গিয়েছিলো সেই অনেক যুগ আগে।
সেই দিন প্রচুর রক্তক্ষরন হয়েছিলো, যন্ত্রণা হয়েছিলো, ব্যাথাতুর হয়ে মাঝরাতে আর্তনাদ করে কেঁদেছিলাম।
আজ এই অবেলায় এত যুগ পরে এসেও পুরনো ব্যাথায় রক্তক্ষরন অবিরত।
ব্যাথাটাকে মরে যেতে দেইনি। প্রতিটি রাতের নির্জনতায় অথবা শনিবারের অলস সময়গুলোতে বুকের মাঝখানটায় এখনো চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তের বর্ষায় স্নান করি।
আমি কবি তাই যন্ত্রণা ভালোবাসি,
অতি আপন আপন যন্ত্রণা গুলো দিয়ে কবিতা লিখতে ভালোবাসি।
অত:পর হে চারুলতা, বিষাদময় বিচ্ছেদের এতো যুগ পরে এসে মহাকালের মহাব্যাস্ততায় দাঁড়িয়ে মিলিসেকেন্ডের খনিক অবসরেও তোমাকেই মনে পরে।
শত ব্যাস্ততার মাঝেও তোমাকে মনে রাখার কথা ছিলো।
যখন তুমি ছিলে তখন ব্যাস্ততা ছিলোনা,
তুমিও হারিয়ে গেলে আমিও ব্যাস্ততায় নিমজ্জিত।
অল্প কিছু সময়ের বিচ্ছেদ যেখানে হাজার বছরের বেদনার গান গাইতো, আজ সেখানে দিনের পর দিন মাসের পর মাস চলে যায় অবলিলায়...........
সময় ছুটে যায়, আমি পারিনি ভাবতে তোমাকে।
আমি পারিনা ভাবতে তোমাকে।
অত:পর আমি আর কখনো পারবোনা ভাবতে তোমাকে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৩