আকাশ যখন ছুঁয়ে দেয় পাহাড়ের চূড়া,পাহাড় শিউরে ওঠে।
তারপর পাহাড় আকাশ স্পর্শে প্রজাপতি হয়, হরিণীর মত ছুটে বেড়ায়।
আকাশ আরো নীচে নেমে আসে
স্পর্শাতীত সুখে ঝাঁপটে ধরে
পাতারা ছন্দ তুলে
মেঘেরা ফেলে ঘন ঘন শ্বাস।
এলোমেলো চুলে বাতাস উড়ে।
পাহাড় কুঁকড়ে যায়, শীতে খামছে ধরে লতা পাতা গাছেদের শেকড়।
গাছেরা আরো শব্দ তুলে শনশন
আকাশের লেহন আর মেঘেদের গর্জন। তারপর বৃষ্টি আসে,
এই সঙ্গম যৌনতা কিনা জানিনা?
তবে নদী যদি নারীই হয়
তবে এই সঙ্গম শেষে আমি দেখেছিলাম অতৃপ্ত শুকনো নদী ভরে যেতে।
অশ্লীল কবি আর অশ্লীল মানুষ এক নয়........
কবির উদ্দেশ্য পাঠকের দৃষ্টি তার লেখার মধ্যে আটকে রাখা....
পাঠকের মনোরঞ্জনের জন্য কবি তার লেখায় নগ্নতা অশ্লীলতা নিয়ে আসতেই পারেন। তাই বলে কবি সে অশ্লীল মানুষ নয়।
আমাকে কিছু নগ্নতা দাও , আমি নির্মলেন্দু গুন্ হয়ে যাবো।
আমাকে একজন বনলতা সেন দাও , আমি জীবনানন্দ হয়ে যাবো।
আমাকে একরাশ বেদনা দাও , আমি নজরুল হয়ে যাবো।
অতঃপর হে প্রিয়তমা চারুলতা ,
তুমি আমার পাশে থাকো, আমি সবাইকে ছাড়িয়ে যাবো।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৮