এই ইট পাথরের শহরের প্রতিটা বড় বড় বাক্সের ভেতরে প্রতিটা ছোট ছোট বাক্সে বসবাসরত প্রতিটা পরিবারেরই আছে নিজস্ব কিছু যন্ত্রণা। আবার পরিবারের প্রতিটা সদস্যের আছে একান্তই গোপন কিছু চাপা যন্ত্রণা।
সুখের এই পৃথিবী, সুখের এই অভিনয়।
যতই আড়ালে রাখো, আসলে কেও সুখী নয়।
অত:পর হে প্রিয়তমা, পড়ন্ত বিকালের অলস সময়ে জানি তুমিও ভালো নেই আমারই মত।
এক এক টা ভাঙা হৃদয় এক এক টা দক্ষ অভিনেতার অস্তিত্ব বহন করে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭