নেশার উদ্দেশ্য মানষিক প্রশান্তি।
প্রকৃত পক্ষে আমরা সবাই নেশা করি। যে খাবারের প্রধান উদ্দেশ্য থাকে মনের শান্তি তাই হচ্ছে নেশা।
দিনে আট দশটা চা না খেলে আপনার মাথা ঠিক থাকেনা, তাহলে বুজতে হবে আপনিও একজন নেশাখোর।
একটু পর পর পান না চাবাইলে আপনার দাঁত কিলবিল কিলবিল করে, তাহলে বুজতে হবে আপনিও একজন নেশাখোর।
ঘুম থেকে উঠে পেপার না পড়লে আপনার মেজাজ ঠিক থাকেনা তাহলে বুজতে হবে আপনিও নেশায় আক্রান্ত।
প্রতি সপ্তাহে এক থেকে দুবার পতিতালয়ে না গেলে যদি আপনার চুলকানি শুরু হয় তাহলে ভাববেন আপনিও নেশাখোর।
ছেলেটা সিগারেট খায়, গাজা খায় , বাবা খায়, মদ খায়, তারে আপনি নেশাখোর বলতাসেন। আররে ভাই, আপনার টাকায় খাইতাসে ওই পোলা?
আপনি বলতেই পারেন ওই গুলা খাইলে শরীরের ক্ষতি তাই খাওয়া ঠিক না, যারা খায় তারা খারাপ। তাহলে ভাই আপনি যে চা খাচ্ছেন, কপি খাচ্ছেন, পান খাচ্ছেন তা কি শরীরের ক্ষতি না?
ওরে আমার সুশীল সমাজ, আগে নিজের চরকায় তেল দাও।
দৃষ্টি ভঙ্গি বদলান , জীবন বদলে যাবে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১০