পেছনে তাকালে যদি ছায়া ডেকে বসে
পেছনে তাকালে যদি মায়া ফিরে আসে,
যদি আকাঙ্খারা আবার চিৎকার দিয়ে উঠে
তবে, মনে হয় ভালোবেসেছিলে একদিন !
আমাদের প্রথম চেনা-জানা,
যাকে তুমি বলতে বিষন্ন সুন্দর
আমাদের প্রথম প্রেম দ্বিধায় বিভোর
যাকে তুমি বলতে বেদনা মুখর।
তোমার কি মনে হয়, ভালোবেসেছিলে কোনদিন?
একদিন হুট করে একা করে দিলে
বিষন্ন সুন্দর বুকে নিয়ে ফিরে গেলে,
আমাদের চেনা-জানা, আমাদের প্রথম প্রেম
সংকটে পড়ে গেলো, তোমার ছলনার বেড়াজালে !
আমার সকাল আর বিকালে পড়ে গেলো অবরোধ
আমার ভিতরে ভাঙাচোরা, দ্বন্দ্ব আর দুর্যোগ,
কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর সে ফিরে যাওয়া তোমার
কি ভয়ঙ্কর সে প্রত্যাখ্যানে দ্বিধাগ্রস্ত আমার দুয়ার।
এখন বিরহ আর উপেক্ষাতে
শূন্যতায় শুধু জানে,
আমার একলা আকাশ কেমন করে থাকে।